সেই জায়গায় দাঁড়িয়ে এবার বনগাঁ নিউ মার্কেট এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের এই বিশ্বকর্মা পুজোর থিম দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। জাস্টিসের দাবিতে ব্যানার সহ থিমে ফুটে উঠেছে বিভিন্ন মডেল। শুধু আরজিকর কাণ্ডই নয় বর্তমান সরকারের জনমুখী প্রকল্প এই থিমের অঙ্গ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে শ্রমিকদের নানা দাবিও তুলে ধরা হয়েছে এই থিম এর মধ্য দিয়ে।
advertisement
আরও পড়ুনঃ ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ জানান, ‘বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের মত এবছরও প্রায় ২হাজার শ্রমিকের হাতে বোনাস তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আর জি কর কাণ্ডের প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম থেকেই রাস্তায় নেমেছেন। সকলেই চাইছে দোষীদের শাস্তি। কিন্তু রাজ্যকে যারা অশান্ত করতে চাইছে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে বলেও জানান তিনি।’ তবে অভিনব এই থিম দেখতে এখন এলাকাবাসীরা ভিড় করছেন আর তাতেই উৎসাহ পাচ্ছেন শ্রমিক সংগঠনকে নেতা কর্মীরা।
Rudra Narayan Roy