Kolkata Police: ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট

Last Updated:

Kolkata Police: রাতের কলকাতায় আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট। ফের আক্রান্ত পুলিশ, কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মার। প্রতিদিনের মতন রাতেরবেলা নাকা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা।

ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ!
ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ!
কলকাতাঃ রাতের কলকাতায় আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট। ফের আক্রান্ত পুলিশ, কর্তব্যরত সার্জেন্টকে বেধড়ক মার। প্রতিদিনের মতন রাতেরবেলা নাকা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা।
আরও পড়ুনঃ ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়! কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল সাংসদ?
টেংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী চড়াও হয় কর্তব্যরত পুলিশকর্মীর ওপর। বেধড়ক মারধর করা হয় কৌতুক ঘোষ নামে এক ট্রাফিক সার্জেন্টকে এবং এক কনস্টেবলকে। ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গায় সূর্যাস্তের রঙে রাঙা ব্রিটিশ স্থাপত্য! সবুজের মাঝে নিভৃতে হারিয়ে যেতে চক্র রেলে আসুন প্রিন্সেপ ঘাটে
গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক‍‍্যাল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্টকে। ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে তাঁর। ওখানে উপস্থিত আহত হয়েছেন বাকি কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও। কে বা কারা এই দুষ্কৃতী তাণ্ডব চালালো তার খোঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: ফের নিগ্রহের শিকার কলকাতা পুলিশ! নাকা চেকিং-এ দুস্কৃতীদের হাতে আহত ট্রাফিক সার্জেন্ট
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement