১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিওয় বেতার সম্প্রচারকের কাজ করেছেন তিনি। দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাগানবাড়িটি আজও অক্ষত রয়েছে। জানা যায়, সেই সময় থেকে এই বাড়িটির দেখভালের দায়িত্বে ছিলেন এক সংখ্যালঘু পরিবার। আজও সেই পরিবারের চতুর্থ প্রজন্ম বাড়িটির রক্ষণাবেক্ষণ করে চলেছেন। সেই পরিবার সূত্রেই জানা যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অবসর সময়ে এই বাড়িতে এসেই থাকতেন। শুধু তাই নয়, নাট্যচর্চা সংগীত চর্চার পাশাপাশি সবরকম অনুশীলন চলত এই বাড়িতে। বাড়ি ভর্তি ছিল নানা বাদ্যযন্ত্র। তিনি প্রয়াত হওয়ার পর, সেই বাদ্যযন্ত্র তার কলকাতার বাড়িতে দিয়ে আসেন মণ্ডল পরিবার।
advertisement
আরও পড়ুন আলতা পায়ে লুকিয়ে রয়েছে চরম যৌবনের হাতছানি! শুধু বেছে নিতে হবে সঠিক ডিজাইন...
নিরিবিলি পরিবেশের কারণে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মাসের বেশিরভাগ দিন এই বাড়িতেই এসে থাকতেন। তার ভাগ্নে অশোক কৃষ্ণ ভদ্র এই বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই বাগানবাড়িটি বর্তমানে ভগ্নপ্রায়। চারিদিক থেকে খসে পড়ছে আস্তরণ। তবুও মহান এই ব্যক্তিত্বের স্মৃতি আগলে আজও বাড়ির দেখভাল করে চলেছে মণ্ডল পরিবারের এ প্রজন্মের বংশধর রাজা মণ্ডল।
স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে জানা যায়, এই বাড়ির জমি বর্তমানেও অশোক কৃষ্ণ ভদ্র, বরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও রবীন্দ্র কৃষ্ণ ভদ্রর নামেই রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই বাড়িটি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি বলে সবাই জানে। বাড়িটি দেখাশোনার দায়িত্বে সেই সময় থেকে যে পরিবার ছিল, আজও সেই পরিবারই দেখভাল ও বসবাস করছে।
আরও পড়ুন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!
পঞ্চায়েত প্রধান দেবযানী সরদার জানান, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মত কিংবদন্তি শিল্পীর বাড়ি দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতে এটা আমাদের কাছে গর্বের। বর্তমানে এই মহান ব্যক্তিত্বের স্মৃতিধন্য বাড়িটি শরিকি বাড়ি হওয়ায়, পঞ্চায়েতের তরফ থেকে সংরক্ষণের কোন পরিকল্পনা নেওয়া যাচ্ছে না । তবে পরিকল্পনা রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই বাড়িটি সংরক্ষণ করার। পরিবারের তরফ থেকে উদ্যোগী না হলে, তা করা সম্ভব হবে না বলেও স্বীকার করে নেয় স্থানীয় প্রশাসন। তবে এই বাড়িকে ঘিরে এখনও নস্টালজিক এলাকাবাসীরা।
রুদ্র নারায়ণ রায়