বিভিন্ন রাজ্য থেকে নানা প্রজাতির কাঠ নিয়ে এসে চলছে এই রথ নির্মাণের কাজ। যে রথ গুলি এখানে তৈরি হচ্ছে, তা পুরীর রথ তৈরীর সম্পূর্ণ নিয়ম মেনেই করা হচ্ছে বলে জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে। আগামী পয়লা জুলাই রথযাত্রার দিন রথ গুলি বেলঘড়িয়ার বিটি রোড থেকে যাত্রা শুরু করে বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে। জগন্নাথ মন্দির সহ এই রথযাত্রা কে ঘিরে ইতিমধ্যেই এলকার ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যথেষ্টই চোখে পড়ছে। মন্দির কমিটির দায়িত্বে থাকা সোমনাথ রায় চৌধুরী জানান, এই কাজ প্রায় দু'মাস ধরে কাজ হচ্ছে।
advertisement
আরও পড়ুন - ১০ ঘন্টা পর নিউ ব্যারাকপুরে উদ্ধার ঝিলে তলিয়ে যাওয়া যুবকের দেহ
আরও পড়ুন - কফিনবন্দি হয়ে দেহ ফিরল জওয়ানের, স্মৃতিসৌধ তৈরির উদ্যোগ স্থানীয়দের
রথের কাঠ উড়িষ্যার কটক, রাউলকেল্লা, ধৌরা সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে। রথ যাত্রার জন্য তিনটি রথ তৈরি হচ্ছে। ৩০ ফুট এর ১৬ চাকার এই রথে জগন্নাথ দেব বিরাজ করবেন, ২৮ ফুটের রথটিতে বিরাজ করবেন বলরাম এবং ২৭ ফুটের রথে বিরাজ করবেন সুভদ্রা। এই রথ যারা তৈরি করছেন তারা পুরীর মন্দিরেরই রথের শিল্পী বলে জানানো হয় বেলঘড়িয়ার রথতলা জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে।
রুদ্র নারায়ণ রায়