North 24 Parganas News: ১০ ঘন্টা পর উদ্ধার হল ঝিলে তলিয়ে যাওয়া যুবকের দেহ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিপর্যয় মোকাবিলা দলের সাহায্যে জাল ফেলে ১০ ঘন্টা পর উদ্ধার হল ঝিলে তলিয়ে যাওয়া যুবকের দেহ
#উত্তর ২৪ পরগনা: অবশেষে ১০ ঘন্টা পর শনিবার ভোররাতে উদ্ধার হল নিউব্যারাকপুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া যুবক। শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে নববারাকপুর পুরসভার ছয় ও সাত নম্বর ওয়ার্ডের সাজিরহাট ঝিলে স্নান করতে নামে। এরপর আচমকাই ২৩ বছরের যুবক কার্তিক মিস্ত্রি জলে তলিয়ে যায় বলে জানাযায়। পেশায় ইলেক্ট্রিকের কাজ করত সে। স্নান করতে নেমে চার বন্ধু উঠলেও, কার্তিক নিখোঁজ হয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর দেওয়া হয় নিউ ব্যারাকপুর থানায়। ডুবুরি নিয়ে এসে উদ্ধার কার্যে নামানো হয়। ঘটনাস্থলে হাজির হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারাও। স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচ বন্ধু মিলে ঝিলে সাঁতার কাটতে নামে তারা। সাঁতার কেটে ঝিলের এপার ওপার করে। কিন্তু তারপর থেকেই একজনের আর খোঁজ মিলছে না।
advertisement
advertisement
ওই যুবকের বাড়ি লেনিনগড় যোগেন্দ্রনগর এলাকায় বলে জানাযায়। কার্তিকের পরিবারের সদস্যরা ছেলেকে খুঁজে না পাওয়ায় কান্নায় ভেঙে পরেন। ডুবুরি নামিয়ে দীর্ঘ খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না মেলায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে। আদেও কি কার্তিক জলের মধ্যে আছে? নাকি এর পিছনে অন্য কোন ঘটনা আছে! এরপরই, পাঁচ বন্ধুর মধ্যে বাকি চার জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সাঁতার জানেনা বলে থার্মোকল নিয়ে সাঁতার কাটতে নেমেছিল তারা। বাকি চারজন ধার্মোকলের সাহায্যে পার হতে পারলেও কার্তিকের থার্মোকল ঝিলের মাঝখানে গিয়ে ভেঙে যায়, তার পরেই ঘটে বিপত্তি।
advertisement
ডুবুরি দমকলের পাশাপাশি খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকেও। ঝিলের মধ্যে জাল ফেলে এরপর চলে খোঁজার প্রক্রিয়া। অবশেষে প্রায় ১০ ঘন্টা অতিক্রম করার পর ভোররাতে ঝিল থেকে উদ্ধার হয় কার্তিকের নিথর দেহ। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠায়। ঘটনায় এলাকায় তৈরি হয়েছে শোকের ছায়া।
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
June 06, 2022 3:31 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ১০ ঘন্টা পর উদ্ধার হল ঝিলে তলিয়ে যাওয়া যুবকের দেহ