TRENDING:

North 24 Parganas News: স্মার্ট ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে বসিরহাটের সীমান্তবর্তী স্কুলে

Last Updated:

পুরনো ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টার নয়। কম্পিউটার, প্রজেক্টার অডিও সিস্টেমের স্মার্ট ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে সীমান্তবর্তী স্কুলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বসিরহাটের সীমান্তবর্তী স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা। সাধারণত স্কুলের ক্লাসরুম বললে মানেই ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, টেবিল-চেয়ারে ভর্তি একটা ছবি চোখের সামনে আমি হেসে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ক্লাসরুমের চিরাচরিত ধারণাও। ব্ল্যাকবোর্ডের বদলে এসেছে কম্পিউটার, প্রজেক্টর, প্রিন্টার কিংবা অডিও সিস্টেমের মতে অত্যাধুনিক জিনিসপত্র। এতে শিক্ষার্থীদের আগ্রহ‌ও বাড়ছে।
advertisement

শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছছ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকার গাছা আখারপুর অঞ্চল হাইস্কুল। জেলার একাধিক স্কুল যখন ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে, ঠিক তখনই এই ধরনের অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা ফের বাচ্চাদের স্কুলমুখী করবে বলে মনে করছে শিক্ষা মহল। আর তাই ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি আগ্রহী করে তুলতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। স্কুলে স্মার্ট ক্লাস পাওয়ায় ছাত্র-ছাত্রীরাও অত্যন্ত খুশি।

advertisement

আরও পড়ুন: মোবাইলে তোলা ছবিও ঠাঁই পাচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশনে

১৯৭৩ সালে এলাকার বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু করেছিল গাছা আখারপুর অঞ্চল হাইস্কুল। বর্তমানে এই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭০১ জন। গত দু'বছর স্কুল বন্ধ থাকার ফলে উত্তর ২৪ পরগনার বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু গাছা আখারপুর অঞ্চল হাইস্কুলের পড়ুয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর পিছনে অন্যতম কারণ স্মার্ট ক্লাসরুম বলে মনে করছেন শিক্ষকরা। পাশাপাশি সমগ্র স্কুল চত্বরটি ওয়াইফাই ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। জেলার সীমান্তবর্তী একটি স্কুলের এই সাফল্য যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: স্মার্ট ক্লাসরুমে পড়াশোনা হচ্ছে বসিরহাটের সীমান্তবর্তী স্কুলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল