শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেই স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছছ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকার গাছা আখারপুর অঞ্চল হাইস্কুল। জেলার একাধিক স্কুল যখন ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে, ঠিক তখনই এই ধরনের অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা ফের বাচ্চাদের স্কুলমুখী করবে বলে মনে করছে শিক্ষা মহল। আর তাই ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি আগ্রহী করে তুলতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। স্কুলে স্মার্ট ক্লাস পাওয়ায় ছাত্র-ছাত্রীরাও অত্যন্ত খুশি।
advertisement
আরও পড়ুন: মোবাইলে তোলা ছবিও ঠাঁই পাচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশনে
১৯৭৩ সালে এলাকার বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু করেছিল গাছা আখারপুর অঞ্চল হাইস্কুল। বর্তমানে এই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭০১ জন। গত দু'বছর স্কুল বন্ধ থাকার ফলে উত্তর ২৪ পরগনার বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু গাছা আখারপুর অঞ্চল হাইস্কুলের পড়ুয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর পিছনে অন্যতম কারণ স্মার্ট ক্লাসরুম বলে মনে করছেন শিক্ষকরা। পাশাপাশি সমগ্র স্কুল চত্বরটি ওয়াইফাই ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। জেলার সীমান্তবর্তী একটি স্কুলের এই সাফল্য যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।
জুলফিকার মোল্লা