হোম /খবর /পশ্চিম বর্ধমান /
মোবাইলে তোলা ছবিও কদর পাচ্ছে পেশাদার ফটোগ্রাফারদের কাছে

West Bardhaman News: মোবাইলে তোলা ছবিও ঠাঁই পাচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশনে

X
title=

দুর্গাপুর নেচার ক্লাব এবং ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিশনে ঠাঁই পেয়েছে মোবাইলে তোলা ছবিও

  • Share this:

পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে নেচার ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশন। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফারদের ছবি তো রয়েছেই। সঙ্গে আছে বেশ কিছু মোবাইল ফটোগ্রাফি। প্রদর্শনী হলে স্থান পেয়েছে ২০০-র ও বেশি মোবাইল ফটোগ্রাফি। যে সমস্ত ছবিগুলি প্রদর্শনীতে স্থান পেয়েছে, সেগুলির মধ্যে যারা প্রথম তিনের মধ্যে থাকবে, তাদের পুরস্কার দেওয়া হবে। ফটোগ্রাফি এক্সিবিশনে মোবাইল ফটোগ্রাফিকে যুক্ত করার চিন্তাভাবনাকে অভিনব বলছেন অনেকেই।

দুর্গাপুর নেচার ক্লাব এবং ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রদর্শনী আয়োজিত হয়েছে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। সেখানে মোট ৭২ জন ফটোগ্রাফারের ছবি রয়েছে। পাশাপাশি স্থান পেয়েছে ২০০ টি মোবাইল ফটোগ্রাফি। অন্যতম উদ্যোক্তা দুর্জয় বোস জানিয়েছেন, ২০১২ সাল থেকে এই ফটোগ্রাফি এক্সিবিশন শুরু হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত এই প্রদর্শনী হলেও মহামারী পরিস্থিতির জন্য তা বন্ধ ছিল গত তিন বছর। তবে এই বছর আবার প্রদর্শনী শুরু হয়েছে। সঙ্গে এই প্রদর্শনীতে সংযুক্ত হয়েছে মোবাইল ফটোগ্রাফি। পাশাপশি প্রত্যেক বিভাগে প্রথম তিনে থাকা ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন: ব্রাউন সুগার সহ চারজন গ্রেফতার ফরাক্কায়

মোবাইল ফটোগ্রাফিকে সংযুক্ত করার পেছনে রয়েছে বিশেষ ভাবনা। কারণ বর্তমানে মোবাইল ফটোগ্রাফি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্মার্টফোনের ক্যামেরাতে যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে সেখানেও বেশ প্রফেশনাল ছবি তোলা যাচ্ছে। সেজন্যই মোবাইল ফটোগ্রাফিকে আর‌ও উৎসাহ দিতে এক্সিবিশনে এই বিভাগটি যুক্ত করা হয়েছে। যাতে করে মোবাইল ফটোগ্রাফি করতে যারা ভালোবাসেন, তারাও আগামী দিনে এই ফটোগ্রাফির পেশায় আসতে পারেন। সঙ্গে যারা নতুন ফটোগ্রাফি পেশায় আসতে চান, তাদের জন্য একটি টক শো'র আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীতে।

নয়ন ঘোষ

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Durgapur, Photography Exhibition, West bardhaman news