আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণ করবে টম্যাটো? জানেন কীভাবে?
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্নিপথের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর তিনটি বিভাগে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে, যাদের বয়স ১৭-২১ বছরের মধ্যে। চার বছর হওয়ার পর সব বিভাগের ১০০ শতাংশ সেনার চাকরি চলে যাবে। তারপর তাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ২৫ শতাংশ সেনাকে পুনরায় নিযুক্ত করবে সরকার। যাঁদের চাকরি থাকবে না, তাঁদের এককালীন ১১ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। তবে এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাদের কোন মাসিক পেনশনও দেওয়া হবে না। ফলে ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা তৈরি হচ্ছে।
advertisement
বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন জেলা সহ বিভিন্ন জায়গার সেনাবাহিনীতে চাকরিপ্রার্থীরা। এদিন সকাল থেকে ঠাকুরনগর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেনাবাহিনীতে চাকরি প্রার্থী যুবকেরা। রেল লাইনে শুয়ে রীতিমত ডন বৈঠক দিতে দেখা যায় তাদের। যার জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
রুদ্র নারায়ণ রায়