আরও পড়ুন: হাসপাতলে বেআইনি পার্কিংয়ের জেরে নাজেহাল রোগীরা
কলকাতার নামিদামি বেসরকারি হাসপাতালে যে অস্ত্রোপচার করতে প্রায় ১২ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়, সেটাই বিনামূল্যে করল বিড়ার এমআর হাসপাতাল। চিকিৎসক অরিন্দম মজুমদার এই জটিল অস্ত্রোপ্রচার করেন। হাসপাতাল সূত্রে খবর, রোগীকে নিজে থেকে একটাও পয়সা খরচ করতে হয়নি। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মাত্র এক লক্ষ টাকা বিল করা হয়েছে। ওই গ্রামীণ বেসরকারি হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেই এই সাফল্য মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, প্রান্তিক এলাকার বহু মানুষ আর্থিক কারণে সঠিক চিকিৎসা করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেকে আবার কম খরচে ভালো চিকিৎসার আশায় দক্ষিণ ভারতে পাড়ি দেন। সেই জায়গা সাধারণ মানুষকে কম খরচে উন্নত প্রযুক্তির চিকিৎসা দেওয়াই বিড়া এমআর হাসপাতালের লক্ষ্য।
advertisement
প্রান্তিক এলাকার এই বেসরকারি হাসপাতালটিতে বিমল বিশ্বাস নামে এক রোগীর ঘাড়ের জটিল অস্ত্রোপচার করা হয়। তাঁর বাড়ি বারাসতে। এর আগেও এমআর হাসপাতাল বিনামূল্যে জটিল অস্ত্রোপচার করেছে। দিন কয়েক পরেই রোগীকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। একটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে বা অতি সুলভ মূল্যে এমন জটিল অস্ত্রোপচার হওয়ার বিষয়টি সাধারণ মানুষের মনে আশার আলো দেখাচ্ছে।
রুদ্রনারায়ণ রায়