Hooghly News: হাসপাতলে বেআইনি পার্কিংয়ের জেরে নাজেহাল রোগীরা

Last Updated:

সাতসকাল থেকেই হাসপাতাল চত্বরে টোটো, অটো, বাইক, সাইকেলের যেন লাইন লেগে যাচ্ছে। এই সমস্যার জেরে প্রচন্ড ক্ষুব্ধ রোগীর পরিজনরা।

+
title=

হুগলি: আরামবাগ মহকুমা হাসপাতাল বছরখানেক হল মেডিকেল কলেজের স্বীকৃতি পেয়েছে। তারপর থেকে এখানে রোগীর সংখ্যা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। রোজ আরামবাগ মহাকুমার হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। রোগীদের পাশাপাশি তাঁদের পরিবারের লোক, এছাড়াও অন্যান্য প্রয়োজনে আসা মানুষজন মিলিয়ে অসংখ্য লোকসমাগম হয় এই হাসপাতাল চত্বরে। ফলে প্রচুর গাড়িও এসে পৌঁছয়। কিন্তু পার্কিংয়ের সেভাবে কোন‌ও ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে বাইক, সাইকেল, ব্যক্তিগত গাড়ি রেখে দেয় মানুষজন। এই বেআইনি পার্কিংয়ে জেরে কার্যত চলাফেরা করাই দায় হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল চত্বরে। ফলে সমস্যা হচ্ছে রোগীদের।
হাসপাতাল কর্তৃপক্ষ লাগাতার বেআইনি পার্কিং না করার কথা ঘোষণা করে চলেছে। কিন্তু তাতে প্রায় কেউই কান দিচ্ছে না। ফলে সাতসকাল থেকেই হাসপাতাল চত্বরে টোটো, অটো, বাইক, সাইকেলের যেন লাইন লেগে যাচ্ছে। এই সমস্যার জেরে প্রচন্ড ক্ষুব্ধ রোগীর পরিজনরা।
advertisement
advertisement
এক রোগীর পরিজনের অভিযোগ, অবৈধভাবে বাইক থেকে শুরু করে বিভিন্ন গাড়ি রাখার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে যে রোগীরা হাঁটাচলা করতে পারেন না তাঁদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে প্রচন্ড সমস্যা হয়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সাঁতরাও অবৈধ পার্কিং না করার জন্য বারবার সকলকে অনুরোধ করেছেন। কিন্তু তাতেও বিশেষ একটা ফল হয়নি।
advertisement
হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিং নিয়ে বিজেপির আরামবাগ সংগঠনিক জেলার স্বাস্থ্যের দায়িত্বে থাকা এবং ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তাঁরা কর্ণপাত করেননি। যদি কর্তৃপক্ষ এ ব্যপারে পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হাসপাতলে বেআইনি পার্কিংয়ের জেরে নাজেহাল রোগীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement