উত্তর ২৪ পরগনার হৃদয়পুর শান্ত এলাকা বলেই মূলত পরিচিত। সেখানকার স্টেশন রোড এলাকায় সৌমিক নাথের নামে ছি ছিক্কার করে পড়া পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। পোস্টারগুলিতে সৌমিক নাথের সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি ও কুন্তল ঘোষের ছবি ছাপা হয়েছে। যা কৌতুহল আরও বাড়িয়ে তুলেছে।
advertisement
আরও পড়ুন: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিশু ও মায়ের
এই প্রসঙ্গে সৌমিক নাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সংবাদমাধ্যমের সামনে আসতে চাননি। ফোনে জানান, এই পোস্টার সম্পর্কে কিছু জানেন না। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কারোর কাছ থেকে কোনও টাকা নেননি। কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন। সৌমিক নাথের বাবাও দাবি করেন তাঁর ছেলে কারোর কাছ থেকে টাকাই নেয়নি। ছবি এডিট করে বসানো হয়েছে। এই ঘটনা ঘিরে সরগরম হৃদয়পুর।
রুদ্রনারায়ণ রায়