TRENDING:

Panchayat Election: মনোনয়ন জামার শেষ দিনেই পুলিশের রুটমার্চ

Last Updated:

বৃহস্পতিবার বনগাঁর ঘাটবাওড় পঞ্চায়েত এলাকায় রুটমার্চ করে পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতেই প্রশাসনের এই সিদ্ধান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জামার শেষ দিন উত্তর থেকে দক্ষিণ হিংসাদীর্ণ হয়ে উঠল গোটা বাংলা। শাসকের সঙ্গে বিরোধীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ঝড়ল একাধিক প্রাণ। বহু জায়গায় মনোনয়ন জমা দিতে বাধা পাওয়ার অভিযোগ তুললেন বিরোধীরা। সবচেয়ে ভয়াবহ অবস্থা ভাঙড় ও চোপড়ার। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় পুলিশি নিরাপত্তায় বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসা বাম ও আইএসএফ প্রার্থীদের অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে সেই একই জেলার বনগাঁয় দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। সর্বত্র যখন পুলিশের ভূমিকা নিয়ে ভুরিভুরি অভিযোগ উঠছে, তাদের চোখের সামনেই বিরোধীদের আক্রমণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে তখন বনগাঁয় শান্তি বজায় রাখতে বৃহস্পতিবার থেকেই রুটমার্চ শুরু করল পুলিশ।
advertisement

আরও পড়ুন: ভোটের আগেই বজবজে বিজয় উৎসব! কারণ জানলে ধাক্কা খাবেন

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে অশান্তির যে ছবি উঠে আসছে তা দেখে আতঙ্কিত আমজনতা। বিশেষ করে রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষের জেরে যেভাবে সাধারণ মানুষকে আক্রান্ত হতে হচ্ছে তাতে অনেকেই ভীত। কিন্তু ঠিক এমন সময় পুলিশের রুটমার্চ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে ভরসা যুগিয়েছে। বৃহস্পতিবার বনগাঁর ঘাটবাওড় পঞ্চায়েত এলাকায় রুটমার্চ করে পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতেই প্রশাসনের এই সিদ্ধান্ত।

advertisement

View More

রুটমার্চের সময় পুলিশকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কোনরকম সমস্যা দেখা দিলে দ্রুত থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বনগাঁ পুলিশ জেলা সূত্রের খবর, তাঁদের নিয়ন্ত্রণাধীন এলাকায় লাগাতার রুটমার্চ করা হবে পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত। এদিকে পুলিশের রুটমার্চের পর খুশি এলাকাবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Panchayat Election: মনোনয়ন জামার শেষ দিনেই পুলিশের রুটমার্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল