TRENDING:

North 24 Parganas: জেলার থানা গুলিতে ছোট করেই পালন করা হল পুলিশ দিবস

Last Updated:

প্রতি বছরের মত এ বছরও পুলিশ দিবস উদযাপন করা হল জেলায়। তবে অন্যান্য বছরের তুলনায় অনুষ্ঠানের পরিকল্পনা করা হলেও, শেষ মুহূর্তে অনেকটাই কাটছাঁট করা হয় সূচি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : প্রতি বছরের মত এ বছরও পুলিশ দিবস উদযাপন করা হল জেলায়। তবে অন্যান্য বছরের তুলনায় অনুষ্ঠানের পরিকল্পনা করা হলেও, শেষ মুহূর্তে অনেকটাই কাটছাঁট করা হয় সূচি। বাংলার দুর্গা পূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় এদিন দিকে দিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। আর তাতেই কোন রকমে কাটছাঁট করেই, জেলার বিভিন্ন থানায় পালন করা হল পুলিশ দিবসের অনুষ্ঠান। এদিন সকালে পুলিশ দিবস উপলক্ষে নব বারাকপুর থানার উদ্যোগে এক জনসচেতনতায় সাইকেল যাত্রা করা হয়। সেফ ড্রাইভ সেফ লাইফ, বিশ্ব উষ্ণায়ন, নারী পাচার, বৃক্ষরোপণ করে পরিবেশ বাচান, গাছ লাগান সহ একাধিক বিষয়ে সচেতনতা বার্তা তুলে ধরা হয়।
পুলিশ দিবসের অনুষ্ঠান
পুলিশ দিবসের অনুষ্ঠান
advertisement

এমনকি, মাদকদ্রব্য নিয়েও সচেতন করা হয় এই সাইকেল পদযাত্রায়। প্রায় ২৫ টি সাইকেল নিয়ে নববারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ, ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি সহ থানার পুলিশ সিভিক ভলান্টিয়ার, লেডি কনস্টেবলদেরও পদযাত্রায় সামিল হতে দেখা যায়। পাশাপাশি এদিন, রেলপার এলাকার বস্তি এলাকার ছোট শিশু সহ্য কিশোরদের বিদ্যালয়ের স্কুল ব্যাগ ও পড়াশোনার শিক্ষান সামগ্রী তুলে দেওয়া হয়। পুলিশ দিবসে ভয় না পেয়ে পুলিশ কাকুদের কাছ থেকে উপহার পেয়ে খুশি পড়ুয়ারাও।

advertisement

আরও পড়ুনঃ ৮০ বছর বয়সে গাছ নিয়েই পরিচর্যায় 'গাছ দাদু'! জেনে নিন তাঁর গল্প

নববারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ জানান, পুলিশ দিবস উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে নববারাকপুর থানার উদ্যোগে দিনটি স্মরণীয় করে রাখতে, ও পুলিশের সাথে সাধারণ মানুষের আরো বেশি সুসম্পর্ক সমন্বয় গড়ে তুলতে পুলিশ দিবসে এই বিশেষ প্রয়াস। এদিন, বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন সেজে উঠেছিল দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের এদিন সেখানেই দেখা যায়। বর্ণাঢ্য এই শোভাযাত্রা বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে শুরু হয়ে মধ্যমগ্রাম চৌমাথা সুভাষ ময়দানে এসে শেষ হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ধারালো অস্ত্রের কোপ! তুলকালাম যশোর রোডে

জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক সহ কয়েক হাজার মানুষ। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বিভিন্ন ট্যাবলো, মডেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুরই বন্দোবস্ত ছিল। পাশাপাশি, এদিন জগদ্দল থানার পুলিশের উদ্যোগে এক মাদক বিরোধী সচেতনতা পদযাত্রা আয়োজন করে পুলিশ দিবস পালন করল জগদ্দল থানার পুলিশ। এছাড়াও এই সচেতনতা পদযাত্রা থেকে পথ নিরাপত্তা বিষয়ক সাধারণ মানুষকে সচেতন করা হয় জগদ্দল থানার পুলিশের তরফ থেকে।

advertisement

পুলিশ দিবস উপলক্ষে জগদ্দল থানার সামনে থেকে এই সচেতনতা যাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে শেষ হয় জগদ্দল মোমিনপাড়া এলাকায়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জগদ্দল থানার সমস্ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে জগদ্দল থানা এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরাও। ভাটপাড়া থানার উদ্যোগেও এক পদযাত্রার মধ্যে দিয়ে পুলিশ দিবস পালন করা হয়। ভাটপাড়া থানার সামনে থেকে শুরু করে এই পদযাত্রা শেষ হয় ভাটপাড়া আর্য্যসমাজ মোড়ে। এভাবেই জেলার বিভিন্ন থানায় ছোটখাটো কর্মসূচির মধ্যে দিয়েই পালন করা হল পুলিশ দিবস।

advertisement

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: জেলার থানা গুলিতে ছোট করেই পালন করা হল পুলিশ দিবস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল