North 24 Parganas: কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ধারালো অস্ত্রের কোপ! তুলকালাম যশোর রোডে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দিনের আলোতে প্রকাশ্য রাস্তায় কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল এর ওপরে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটে বারাসাত থানার টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে, যশোর রোডের উপর।
#উত্তর ২৪ পরগনা : দিনের আলোতে প্রকাশ্য রাস্তায় কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল এর ওপরে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটে বারাসত থানার টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে, যশোর রোডের উপর। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপার করার সময় এক মহিলা সাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেইসময় চারচাকা একটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। এরপরই, ওই চারচাকা গাড়ির ভেতরে বসে থাকা লোককে সাইকেল-আরোহী মহিলা চড় মারে বলে অভিযোগ। গোটা ঘটনার সময় পাশেই ছিলেন কর্তব্যরত পুলিশ কনস্টেবল অষ্টমী মন্ডল। তিনি তখন ছুটে গিয়ে বচসা মেটানোর চেষ্টা করেন।
হঠাৎই সাইকেল আরোহী ওই মহিলা কর্তব্যরত পুলিশ কনস্টেবল অষ্টমী মন্ডল কে বেধড়ক ভাবে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাসত থানার পুলিশ। সাইকেল আরোহী ওই মহিলাকে পুলিশের গাড়িতে তুলতে গেলে, তিনি সিভিক পুলিশকে লক্ষ্য করে পাশের দোকান থেকে ধারালো বটি নিয়ে কোপ মারার চেষ্টা করেন।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা! অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের
সেই সময় কর্তব্যরত অষ্টমী মন্ডল তিনি আবার বাধা দিতে যান। তখনই ওই ধারালো অস্ত্রে তার মাথায় আঘাত লাগে বলে পুলিশ সূত্রে জানা যায়। রক্তাক্ত অবস্থায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল কে বারাসত হাসপাতালের নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী গিয়ে ওই মহিলাকে আটক করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছিলেন ক্রিকেট পাগল, সেই প্রিয় ক্রিকেটই প্রাণ কাড়ল প্রতিভাবান যুবকের!
যদিও, অভিযুক্ত মহিলার দাবি, তিনি কোনো অন্যায় করেননি। তার সাইকেল এর উপরে চারচাকা উঠে গিয়েছিলো অথচ তাকেই দোষারোপ করা হচ্ছিল। সেইজন্য তিনি উত্তেজিত হয়ে পরেছিলেন। তবে তিনি নির্দোষ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয় যশোর রোডে। তবে পরবর্তীতে স্বাভাবিক হয় যান চলাচল।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
August 27, 2022 6:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ধারালো অস্ত্রের কোপ! তুলকালাম যশোর রোডে