North 24 Parganas: বেহাল রাস্তা! অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের

Last Updated:

এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা হলেও আজ তা চলার অযোগ্য। রাস্তার মাঝেই তৈরি হয়েছে বিপজ্জনক বড় বড় গর্ত, যার জেরে বন্ধ হয়েছে বাস পরিষেবাও।

+
বেহাল

বেহাল রাস্তা

#উত্তর ২৪ পরগনা : এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা হলেও আজ তা চলার অযোগ্য। রাস্তার মাঝেই তৈরি হয়েছে বিপজ্জনক বড় বড় গর্ত, যার জেরে বন্ধ হয়েছে বাস পরিষেবাও। তবে বাধ্য হয়েই এই রাস্তা দিয়েই প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের।রাস্তা না বলে, বর্তমানে একে ছোটখাটো পুকুর বলা যেতে পারে, বলছেন স্থানীয়রা। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পারমাদন–হরিনাথপুর রাস্তার প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করা যেন স্থানীয় মানুষদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। সন্ধ্যে নামলেই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দিচ্ছে স্থানীয়রা। নিত্যদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ সংস্কারের অভাবেই রাস্তার এই হাল।
বিপজ্জনক গর্তের কারণে এই রাস্তা দিয়ে বাস চলাচলও বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। বহুবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে জলকাদা ভরা রাস্তায় কলা গাছ, ধান গাছের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষের প্রধান ভরসা এই রাস্তা। প্রতিদিনই কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বনগাঁ অভয়ারণ্য পৌঁছাতেও এই রাস্তায় ব্যবহার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ ছিলেন ক্রিকেট পাগল, সেই প্রিয় ক্রিকেটই প্রাণ কাড়ল প্রতিভাবান যুবকের!
হাটে যাওয়ার জন্য সবজি, জিনিসপত্র নিয়ে যেতে গিয়ে কাল ঘাম ছোটে চাষী সহ স্থানীয় মানুষদের। দীর্ঘ তিন কিলোমিটার পথ হেঁটে পার হয়ে, তবে মেলে যাতায়াতের যানবাহন। কোন যাত্রীবাহী যানবাহনই এই রাস্তায় প্রবেশ করতে চান না। দুর্ভোগের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষেরা বলছেন, এই এলাকায় আমাদের কেউ মানুষ বলেই গণ্য করে না। তাই আমাদের দুর্দশার কথা ভাবে না কোন সরকারই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি হলেই রাস্তায় চলাচল দুর্বিষহ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
১৫ বছর আগে তৈরি হওয়ার পর এখনও পর্যন্ত কোনও সংস্কার হয়নি। প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদেই রাস্তায় গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। এব্যাপারে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন ঘোষ জানান, প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তা সংস্কারের জন্য গত চার বছর ধরে কোনও অর্থ বরাদ্দ না হওয়ায়, কিছু করা সম্ভব হচ্ছে না। এখন কত দিনে এই দুর্বিষহ রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে এখন সেইটাই দেখার।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বেহাল রাস্তা! অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement