আরও পড়ুন: নন্দীগ্রামে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের, দুই প্রধান মুখ মাঠের বাইরে! ‘অন্য’ পরিকল্পনা
পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের অগস্ট মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেখানে অভিযোগকারী জানান, বিদ্যুৎ বিলের টাকা বকে আছে বলে তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, বাড়ির বিদ্যুৎ বিলের বকেয়া টাকা দ্রুত শোধ না করলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। বকেয়া টাকার পরিমাণ জানতে চাইলে একটি লিঙ্ক পাঠিয়ে সেখানে দশ টাকা পাঠাতে বলা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে তড়িঘড়ি ওই ব্যক্তি সেই লিঙ্কে প্রবেশ করে ১০ টাকা পাঠান। এরপর তাঁর কাছে একটি ওটিপি আসে। সেই ওটিপি জানতে চায় প্রতারকের দল। সাত-পাঁচ না ভেবে ওটিপি জানিয়ে দিলে মিনিট খানেকের মধ্যেই ছ’টি ধাপে অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৪৮ হাজার ৪৯৮ টাকা অন্যত্র ট্রান্সফার হয়ে যায়।
advertisement
প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই ওই ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ আসানসোল থেকে এই ঘটনার মূল অভিযুক্ত আকিব রাজাকে গ্রেফতার করে। এই অনলাইন প্রতারণার সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা চলছে।
অনুপ চক্রবর্তী