Nandigram Panchayat Election 2023: নন্দীগ্রামে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের, দুই প্রধান মুখ মাঠের বাইরে! 'অন্য' পরিকল্পনা
- Written by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Nandigram Panchayat Election 2023: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকায় নাম-গন্ধ থাকল না নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম দুই শীর্ষ নেতৃত্ব শেখ সুফিয়ান এবং আবু তাহেরের!
নন্দীগ্রাম: নন্দীগ্রামের ভোটে মুছে গেল শেখ সুফিয়ান এবং আবু তাহেরের নাম! দল না চাওয়ায় শেখ সুফিয়ান আগেই রণে ভঙ্গ দিয়েছেন। মঙ্গলবার তৃণমূল নেতৃত্ব প্রতীক না দেওয়ায় মনোনয়ন প্রত্যাহার করে নিলেন আবু তাহেরের স্ত্রীও! যার ফলে নন্দীগ্রামের এবারের পঞ্চায়েত ভোটের পোস্টার ব্যানারে নাম থাকছে না জমি আন্দোলনের অন্যতম দুই মুখ শেখ সুফিয়ান এবং আবু তাহেরের!
সুফিয়ানের পর আবু তাহের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকায় নাম-গন্ধ থাকল না নন্দীগ্রামের জমি আন্দোলনের অন্যতম দুই শীর্ষ নেতৃত্ব শেখ সুফিয়ান এবং আবু তাহেরের!
advertisement
প্রথমে টিকিট দেওয়া হবে বলা হলেও শেখ সুফিয়ানকে শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব প্রার্থী করেনি। অন্যদিকে সিবিআই-এর তদন্ত চলাকালীন ফেরার অবস্থায় থাকা আবু তাহেরের জায়গায় তাঁর স্ত্রীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েও পিছু হটল তৃণমূল। ফলে প্রতীক না পেয়ে মঙ্গলবার নমিনেশন প্রত্যাহার করে নেন আবু তাহেরের স্ত্রী আনিসা খাতুন। এর ফলে বলাই চলে, নন্দীগ্রামের পঞ্চায়েত নির্বাচনে শেখ সুফিয়ানের পাশাপাশি আবু তাহেরও থাকছেন না। সুফিয়ানের নাম প্রার্থী তালিকা থেকে আগেই বাদ পড়েছে। নন্দীগ্রামে মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তৃণমূল প্রার্থী আনিসা খাতুন, যিনি আবু তাহেরের স্ত্রী।
advertisement
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের স্ত্রী আনিশা খাতুন নন্দীগ্রাম ১ নম্বর ব্লক অফিসে নিজে গিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। শেখ সুফিয়ান ১৯৮৮ সাল থেকে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে জয়ী প্রার্থী। শুরুতে সিপিএম প্রার্থী। পরে তৃণমূলের টিকিটে প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়াই করে আসছেন। ১৯৮৮ থেকে ২০২৩, পঞ্চায়েত ভোটের ময়দান থেকে একরকম আউটই হয়ে গেলেন শেখ সুফিয়ান। অন্যদিকে আবু তাহের ২০০৮ সাল থেকে পঞ্চায়েত ভোটের ময়দানে। দেড় দশকের পঞ্চায়েত ভোটের ময়দানে এবার ইতি পড়ল। এদিকে, নন্দীগ্রামের বেশ কয়েকটি আসন থেকে দলীয় প্রতীক না মেলায় প্রার্থী পদ প্রত্যাহার করে নেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ প্রার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 1:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram Panchayat Election 2023: নন্দীগ্রামে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের, দুই প্রধান মুখ মাঠের বাইরে! 'অন্য' পরিকল্পনা









