সূত্রের খবর, বাগদা থানার যুবতী সুস্মিতা হীরা নামে এক যুবতী বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়, ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে তিনি ফোন করে যোগযোগ করেন। এরপর একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় প্রায় ২৫ হাজার টাকা নিয়ে নেয় প্রতারকরা। ফের কয়েকদিন যেতে না যেতেই আবারও ১৮ হাজার টাকা দাবি করে।
advertisement
আরও পড়ুনঃ এলাকায় দুর্গন্ধে বাড়িতে আসছেন না আত্মীয়রা! কাউন্সিলরের দ্বারস্থ স্থানীয়রা
সুস্মিতা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এরপরেই বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিক দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সাগর দাস, বাচ্চু ঘোষ ও আকাশ নাথ নামে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই এই বিশালের সন্ধান মেলে।
আরও পড়ুনঃ অনেক হয়েছে সচেতনতা! প্লাস্টিক ব্যাগ ব্যবহারে এবার পাবেন শাস্তি
এই ফাঁদের মূল পান্ডা ছিল বিশাল। শুধু বাগদার ওই যুবতী নয়, এই ভাবে প্রতারণা করে প্রচুর বেকার যুবক যুবতীদের কাছ থেকে প্রতারণা করছে দলটি। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
Rudra Narayan Roy