বনগাঁ প্রেসক্লাব একাদশ বনাম বনগাঁ জেলা পুলিশের খেলা চলল হাড্ডাহাড্ডি লড়াই-এর মধ্যে দিয়ে। প্রদর্শনী ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে অবশেষে খেলায় জয়ী হয় বনগাঁ জেলা পুলিশ দল।
আরও পড়ুন : তেলাপিয়া ভালবাসেন? আস্তাকুঁড়ের এই মাছ কতটা স্বাস্থ্যকর জেনে নিন আগে!
advertisement
পুলিশ সুপার জয়িতা বোস বলেন, " সাংবাদিকদের সঙ্গে পুলিশের ও সাধারণ মানুষের মেলবন্ধন ঘটাতে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন। এই খেলার মধ্যে দিয়ে একটা মেলবন্ধন তৈরি করাই মূল লক্ষ্য। এর মাধ্যমে আগামী দিনে সম্প্রীতির বাতাবরণ তৈরির পাশাপাশি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক তৈরি হবে।"
আরও পড়ুন : ফিটনেস ফ্রিক করিনার প্রিয় এই আসনগুলো, উপকারিতা জানলে আপনিও মিস করবেন না!
প্রথম থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলে দুপক্ষের লড়াই। ব্যাট বল হাতে খেলতে দেখা যায় আই.সি বনগাঁ সূর্যশংকর মণ্ডল, ওসি গাইঘাটা বলাই ঘোষ সহ অন্যান্য পুলিশ অধিকারীরা। পরবর্তীতে আবারও এই খেলা অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে।