বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও সহ প্রশাসনিক আধিকারিকেরা। পঞ্চায়েত অফিসে গিয়েও কথা বলেন। বাসিন্দাদের আরও অভিযোগ, এক বছর আগে যে তালিকা তৈরি করা হয়েছিল সেখানে প্রায় তিন হাজার মানুষের নাম ছিল৷ দিন কয়েক আগে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে। কোন কিছু না জানিয়েই সেখান থেকে নাম বাদ দেওয়া হয়েছে অনেকেরই।
advertisement
আরও পড়ুনঃ বাওড়ে মাছ ধরতে না দেওয়ার প্রতিবাদে রাস্তায় মৎস্যজীবীরা! অভিযোগ প্রশাসনের দিকে
যাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে তাদের অনেকেই ভাঙ্গা বাড়িতে বাস করেন, কাঁচা বাড়িতে বাস করে। বাসিন্দাদের বক্তব্য, তাদের নতুন করে তালিকায় নাম নথিভুক্ত করতে হবে। নাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন নামবেন। পঞ্চায়েতের প্রধান আসমা তারা মন্ডল শারীরিক অসুস্থতার কারণে পঞ্চায়েতে আসছেন না। পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আফজাল আলী মন্ডল বলেন, কোন কারণে হয়তো কিছু নাম বাদ যেতে পারে। সেগুলি সংশোধন করা হবে, আগামী দিনে সকলেই ঘর পাবেন।
Rudra Narayan Roy