North 24 Parganas News: বাওড়ে মাছ ধরতে না দেওয়ার প্রতিবাদে রাস্তায় মৎস্যজীবীরা! অভিযোগ প্রশাসনের দিকে 

Last Updated:

লিজে থাকা বাওরে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। জলে নামলেই তেড়ে আসছে পুলিশ। মৎস্যজীবীদের রাস্তা অবরোধ বিক্ষোভ। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ পঞ্চায়েত প্রধানের মদতে পুলিশ ভয় দেখাচ্ছে।

+
বাওড় 

বাওড় 

#উত্তর ২৪ পরগনা : লিজে থাকা বাওরে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। জলে নামলেই তেড়ে আসছে পুলিশ। মৎস্যজীবীদের রাস্তা অবরোধ বিক্ষোভ। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ পঞ্চায়েত প্রধানের মদতে পুলিশ ভয় দেখাচ্ছে। আর এরই প্রতিবাদে রীতিমত রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকার মৎস্যজীবীরা। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পাঁচপোতা ফিসারমেন্স কো-অপারেটিভ সোসাইটি পক্ষ থেকে পাঁচপোতা বাওড়ে মাছ ধরতে না দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় স্থানীয়দের তরফ থেকে।
মৎস্যজীবীদের দাবি, তাদের সমস্ত রকম অনুমতি থাকা সত্বেও, পাশাপাশি সরকারিভাবে লিজ নেওয়ার পরেও তাদেরকে মাছ ধরতে বাধা দিচ্ছে পুলিশ। সরকারি বিভিন্ন দফতরে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। যখনই তারা বাওড়ে মাছ ধরতে যাচ্ছেন, তখনই পুলিশ বাধা দিচ্ছে। এমনকি আটক করারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান মৎস্যজীবীরা। অত্যাচারের অভিযোগ জানিয়ে সরব হয়েছেন তারা।
advertisement
আরও পড়ুনঃ সীমান্তে দুর্ঘটনা! প্রাণ গেল দুই বাংলাদেশী পর্যটকের
কি কারণে বাধা! তার কোনও সদুত্তর পুলিশ দিতে পারছে না বলেও জানান স্থানীয়রা। আর তার জেরেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রায় দু'ঘণ্টা গোপালনগর সিন্দ্রিনি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা। পরবর্তীতে পুলিশের তরফ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়। সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়ে যায়। তবে মৎস্যজীবীদের দাবি মেনে এখন কি সিদ্ধান্ত নেয় প্রশাসন সে দিকেই তাকিয়ে সকলে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাওড়ে মাছ ধরতে না দেওয়ার প্রতিবাদে রাস্তায় মৎস্যজীবীরা! অভিযোগ প্রশাসনের দিকে 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement