দক্ষিণ ভারতের ভেলোর থেকে ২০ কিলোমিটার দূরে শ্রীপুরম গোল্ডেন টেম্পেলের অনুকরনে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্ডপ। যা তৈরি করতে দীর্ঘ আড়াইমাস সময় লেগেছে বলেই জানা গেল উদ্যোক্তাদের তরফ থেকে। মন্ডপটি পুরোটাই ফাইবার দিয়েই তৈরি করা হয়েছে। মন্ডপে প্রবেশ করার পর কিছুসময়ের জন্য মনে হবে সত্যিকারের কোন দক্ষিণ ভারতের সোনালী মন্দিরে ঘুরতে এসেছেন।
advertisement
আরও পড়ুনঃ অশোকনগরের বনেদি বাড়ির পুজো গুলির মধ্যে অন্যতম সাহা বাড়ি
সরকারি অনুদান ৬০ হাজার টাকাও পেয়েছে পুজো কমিটি, একই সাথে সরকারি সবরকম নির্দেশ মেনেই মন্ডপ চত্ত্বরে কোভিড ও ডেঙ্গু সচেতনা প্রচার করা হচ্ছে। সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে দক্ষিণপাড়া সার্ব্বজনিন দুর্গোৎসব কমিটি বলেই মনে করছেন দর্শনার্থীরা। না দেখে থাকলে, আজও সুযোগ আছে এই মন্দির দর্শনের। দর্শকদের ভিড় সামাল দিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে আজও। সন্ধ্যে নামতেই উপচে পড়ছে ভিড়। পাশাপাশি, মন্দিরের ছবি সকলেই ফ্রেম বন্দি করে রাখতে চাইছেন।
Rudra Narayan Roy