TRENDING:

North 24 Parganas News: পৈত্রিক ভিটে ফিরে পেতে স্ত্রীর-সন্তানকে নিয়ে লড়াই, তৃণমূল পঞ্চায়েত সদস্যের 'দাদাগিরিতে' হারিয়েছেন মাথার ছাদ

Last Updated:

২০০৩ সাল নাগাদ পবন কুমার পালের বাবার কাছ থেকে দশ হাজার টাকার বিনিময় একটি দোকান ঘর ভাড়া নিয়েছিলেন তপন মল্লিক। পরে সেই টাকার বিনিময়ে পবন কুমার পালের পৈত্রিক সম্পত্তি নিজের বলে দাবি করতে থাকেন শাসকদলের ওই নেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাস্তাতেই একপ্রকার কাটছে জীবন। পৈত্রিক ভিটে ফিরে পেতে প্রশাসনিক কর্তা থেকে নেতা-মন্ত্রী সকলের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন পবন কুমার পাল। স্ত্রী মানসিক ভারসাম্যহীন, একমাত্র মেয়ের বয়স‌ও অল্প। তাদের নিয়ে কোনরকমে একটি ভাড়া বাড়িতে ঠাঁই নিয়েছেন। শাসকদলের পঞ্চায়েত সদস্যের জন্য‌ই পৈত্রিক ভিটে হাতছাড়া হয়েছে বলে নীলগঞ্জের ইছাপুরের পবনবাবুর অভিযোগ।
advertisement

ভিটে হারিয়ে অসহায় পবন কুমার পাল জানান, ২০১২ সালে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য তপন কুমার মল্লিক তাঁকে পৈত্রিক বাড়ি থেকে বের করে দেন। এরপর যখন‌ই পৈত্রিক বাড়িতে ফিরতে চেয়েছেন শাসকদলের ওই নেতা নিজের ক্ষমতা কাজে লাগিয়ে তা আটকে দিয়েছেন। এমনকি হুমকির পাশাপাশি মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছেন বলেও অভিযোগ পবনবাবুর। প্রসঙ্গত, ২০০৩ সাল নাগাদ পবন কুমার পালের বাবার কাছ থেকে দশ হাজার টাকার বিনিময় একটি দোকান ঘর ভাড়া নিয়েছিলেন তপন মল্লিক। পরে সেই টাকার বিনিময়ে পবন কুমার পালের পৈত্রিক সম্পত্তি নিজের বলে দাবি করতে থাকেন শাসকদলের ওই নেতা। এরপরই নিজের ক্ষমতা কাজে লাগিয়ে ভিটে ছাড়া করেন ওই ব্যক্তিকে।

advertisement

আরও পড়ুন: ট্রমা কেয়ার সেন্টার হতে চলেছে বারুইপুর মহকুমা হাসপাতালে

নানান জায়গায় ঘুরেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত নিজের পৈত্রিক বাড়ি ফিরে পেতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দ্বারস্থ হলেন পবন কুমার পাল। এদিকে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় গ্রামের মানুষ। তাঁরা কার্যত মুখে কুলুপ এঁটেছেন। যদিও অভিযুক্ত তপন কুমার মল্লিকের দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই অভিযোগ করা হচ্ছে। তাঁর কাছ থেকে জমির জন্য টাকা নিয়েছিলেন পবন কুমার পালের বাবা। সেই জমিই তিনি দখল করেছেন বলে শাসকদলের ওই পঞ্চায়েত সদস্যের দাবি। রাজনৈতিক উদ্যেশ্য তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে পাল্টা অভিযোগ করেন।

advertisement

View More

এদিকে নীলগঞ্জ ইছাপুর পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত জানান, তাঁর কাছে এরকম কোনও লিখিত অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে বিষয়টি খতিয়ে দেখবেন। গোটা বিষয় নিয়ে শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পৈত্রিক ভিটে ফিরে পেতে স্ত্রীর-সন্তানকে নিয়ে লড়াই, তৃণমূল পঞ্চায়েত সদস্যের 'দাদাগিরিতে' হারিয়েছেন মাথার ছাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল