TRENDING:

North 24 Parganas News: নর্দমা থেকে মিলল নাবালিকার দেহ, বাবা-মায়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ

Last Updated:

ওই নাবালিকার মৃত্যুর কারণ ঘিরেই এখন উঠছে নানা প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়া এলাকা। এলাকার নর্দমা থেকে উদ্ধার হয় দেহ। ওই নাবালিকার মৃত্যুর কারণ ঘিরেই এখন উঠছে নানা প্রশ্ন।
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয় এক গ্যারেজের মালিক দোকানের সামনে নর্মদার মধ্যে নাবালিকার মৃতদেহ পরে থাকতে দেখেন। গ্যারেজ মালিকের দাবি, ভোরে তিনি গ্যারেজ খোলেন৷ এরপর এলাকার এক মহিলা এসে বলেন তাঁর মেয়েকে রাত তিনটে থেকে পাওয়া যাচ্ছে না৷ এরপর তিনি গ্যারেজ ঝাড়ু দিতে গিয়ে দেখেন, সামনের নর্মদার মধ্যে লাল পোশাক পরা একটি মেয়ের দেহ পরে রয়েছে৷ তিনি দ্রুত এলাকার কাউন্সিলরকে বিষয়টি জানান। এরপর নাইট গার্ডের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷

advertisement

আরও পড়ুন: Big News: ন্যাশনাল পেনশন স্কিমে হতে পারে বড় বদল! আপনার উপর কী প্রভাব পড়বে ?

আরও পড়ুন: নতুন বছরে নতুন ব্যবসা শুরু করুন, পুঁজির দরকার নেই, ইন্টারনেট থাকলেই হবে!

পুলিশ সূত্রে খবর, অনুমান করা হচ্ছে মেয়েটিকে তাঁর বাবা-মা ই খুন করে দেহ নর্দমায় ফেলে দিয়েছে। কথায় অসংগতি থাকায় ইতিমধ্যেই নাবালিকার বাবা-মাকে গ্রেফতার করে তাদের জেরা করা হচ্ছে। এলাকাবাসীদের অনেকেরই দাবি, নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। আর তারপরই দেহ ফেলে দেওয়া হয়েছে নর্দমায়, যাতে তা দুর্ঘটনা বলে মনে হয়। ব্যারাকপুর মহকুমার বীজপুর থানার কাঁচড়াপাড়া পুরসভা এলাকার ট্রেলার রোডের কুলিয়াপট্টিতে নবজীবন ক্লাবের পাশ দিয়ে যাওয়া নর্দমা থেকে পাওয়া ওই নাবালিকার দেহ ঘিরে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে বীজপুর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নর্দমা থেকে মিলল নাবালিকার দেহ, বাবা-মায়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল