স্থানীয় সূত্রে জানা যায়, ৪৬ বছরের হাজরাপদ সরদার-সহ এক আরোহী বাসন্তী হাইওয়ে ধরে বাইকে ঘোষপুরের বাড়িতে ফিরছিলেন। অন্যদিকে কলকাতাগামী একটি বাস তাকে ধাক্কা মারে। ঘোষপুর এলাকায় বাইক এবং চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দু’জন।
আরও পড়ুন: স্বল্প পরিকাঠামোতে জটিল অস্ত্রোপচার আলিপুরদুয়ারে, তিন শল্য চিকিৎসকের জয়জয়কার!
advertisement
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: হু হু করে বাড়বে তাপমাত্রা! শহরে আজ থেকে আবহাওয়ার বড় রদবদল, রইল ওয়েদার আপডেট
ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, সেটিও তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বাইক দ্রুত গতিতে চালাচ্ছিল, মাথায় কোনও হেলমেট ছিল না। সে কারণেই বাঁচানো যায়নি সেই ব্যক্তিকে। ইতিমধ্যে বাসন্তী হাইওয়ে যেসব জায়গায় সিসিটিভি লাগানো আছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
জুলফিকার মোল্যা