Alipurduar News: স্বল্প পরিকাঠামোতে জটিল অস্ত্রোপচার আলিপুরদুয়ারে, তিন শল্য চিকিৎসকের জয়জয়কার!

Last Updated:

Alipurduar News: পেটে টিউমারের কথা শুনে মুষড়ে পড়েছিলেন রোগী অমিত বাহাদুর রাই। তিনি ভেবেছিলেন, আর হয়তো সুস্থ হবেন না। তবে চিকিৎসকদের প্রচেষ্টা দেখে আবার বাঁচার আশায় বুক বাঁধেন অমিত।

+
বীরপাড়া

বীরপাড়া হাসপাতাল 

আলিপুরদুয়ার: স্বল্প পরিকাঠামোর মধ‍্যে জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। পেটে ব্যথা নিয়ে বীরপাড়া হাসপাতালে এসেছিলেন অমিত বাহাদুর রাই। আল্ট্রাসাউন্ড করে চিকিৎসকরা দেখতে পান তাঁর অ‍্যাপেন্ডিক্স ফুলে রয়েছে।
চিকিৎসকরা বুঝতে পারেন সেটি টিউমারের আকার নিচ্ছে। অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে। কিন্তু সেখানেও দেখা যায় সমস‍্যা। টিউমারটি ছুঁয়ে ফেলেছিল আন্ত্রিককে। অস্ত্রোপচার করলেই কেটে ফেলতে হবে আন্ত্রিকটি। কিন্তু সে স্থানে ভরাট করার স্টেপলার তাঁদের কাছে ছিল না। বিষয়টি হাসপাতাল সুপারকে জানাতে তিনি স্টেপলারের ব‍্যবস্থা করেন।
advertisement
advertisement
এরপর তিনজন শল‍্য চিকিৎসক ও নার্স সকলে মিলে সফলভাবে অমিত বাহাদুর রাইয়ে পেটে অস্ত্রোপচার করেন। বর্তমানে সুস্থ রয়েছেন অমিত। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার ড. কৌশিক গড়াই বলেন, ‘‘আমরা এভাবেই এগিয়ে যাব। রোগী ও তাঁর পরিজনেরা আমাদের উপর বিশ্বাস রাখছেন। এটা আমাদের পাওনা। এটিই টিম ওয়ার্ক।’’
advertisement
পেটে টিউমারের কথা শুনে মুষড়ে পড়েছিলেন রোগী অমিত বাহাদুর রাই। তিনি ভেবেছিলেন, আর হয়তো সুস্থ হবেন না। তবে চিকিৎসকদের প্রচেষ্টা দেখে আবার বাঁচার আশায় বুক বাঁধেন অমিত। চিকিৎসকদের তিনি ধন‍্যবাদ জানিয়েছেন এই জটিল অস্ত্রোপচার করে তাঁকে সুস্থতার পথে এনে দেওয়ার জন‍্য।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্বল্প পরিকাঠামোতে জটিল অস্ত্রোপচার আলিপুরদুয়ারে, তিন শল্য চিকিৎসকের জয়জয়কার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement