নৈহাটি: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই সারা রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক হিংসা। কোথাও বিজেপি তৃণমূল সংঘর্ষ, কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। বিভিন্ন দলের একে অপরের বিরুদ্ধে দোষারোপ। সাধারণ মানুষ নাজেহাল। ভাটপাড়া জগদ্দল নৈহাটি কাঁকিনাড়া জুড়ে কখনও বোমাবাজি কখনও বা গুলি। কখনও আবার মজুত করা বোমায় বিস্ফোরণে সাধারণ মানুষ জখম।
নৈহাটির কৌশিক বৈরাগী পেশায় ডাক্তার। তাঁর বাড়ি ভিতর থেকে এক কৌটো বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ উদ্ধারে আসে। এ ব্যাপারে কৌশিকের দাবি, চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর জন্য তাঁর বাড়িতে বোমা রেখে বদনাম করা হচ্ছে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, আহত তৃণমূল নেত্রী, বাঁকুড়ায় মর্মান্তিক ঘটনা
দুষ্কৃতীদের দাপট বাড়ছে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন এলাকায়। এলাকার মানুষের দাবি, বাচ্চারা প্রতিনিয়ত খেলা করে ওই জায়গায়, বোমাটি যদি না দেখা হত, তা হলে যে কোনও সময় বিস্ফোরণ হয়ে জখম হতে পারত যে কেউ। নৈহাটি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন, ঝলসে গেল কর্মীর দেহ! ভয়াবহ অগ্নিকাণ্ড ঝাড়গ্রামে
কয়েকদিন আগেও কাঁকিনাড়ায় কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। প্রশ্ন উঠছে, কোথা থেকে আসছে এত বোমা-বারুদ? পুলিশ মাঝেমধ্যে তল্লাশি চালায় রেললাইন বা পুরনো বস্তিগুলোতে। কিন্তু তাতেও দুষ্কৃতীদের আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। বাড়ির মালিক প্রথম বোমাটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া দেয়, নৈহাটি থানায় পুলিশ এসে বোমাটি উদ্ধার করে।
অরুণ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।