Jhargram News: দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন, ঝলসে গেল কর্মীর দেহ! ভয়াবহ অগ্নিকাণ্ড ঝাড়গ্রামে
- Published by:Ankita Tripathi
Last Updated:
শনিবার গভীর রাতে ঝামদা সার্কাস ময়দান বাইপাস এলাকায় থাকা বস্তার গোডাউনে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা ফোন করে ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায়, ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন।
ঝাড়গ্রাম: শনিবার গভীর রাতে ঝামদা সার্কাস ময়দান বাইপাস এলাকায় থাকা বস্তার গোডাউনে আগুন লাগে। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা ফোন করে ঝাড়গ্রাম থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন।
গোডাউনে চটের বস্তা মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। তবে দমকলের তিনটে ইঞ্জিন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রবিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ওই গোডাউনের মধ্যে থাকা অরবিন্দ সাউ নামে ৫৫ বছর বয়সী এক কর্মী আগুনে পুড়ে মারা যান। তার গোটা শরীর আগুনে ঝলসে গিয়েছে, তার বাড়ি বাঁকুড়া জেলায় বলে জানা গেছে ।
advertisement
advertisement
কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখার জন্য দমকলের পুলিশ ও দমকলের আধিকারিকরা আলাদাভাবে তদন্ত শুরু করেছে । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঝাড়গ্রাম থানার পুলিশ মৃত অরবিন্দ সাউয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই গোডাউনের মালিক করমবির সাউ বলেন অরবিন্দ বিড়ি খেতেন সম্ভবত বিড়ির আগুনে ওই ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন, ঝলসে গেল কর্মীর দেহ! ভয়াবহ অগ্নিকাণ্ড ঝাড়গ্রামে