Bankura electrocution news: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, আহত তৃণমূল নেত্রী, বাঁকুড়ায় মর্মান্তিক ঘটনা

Last Updated:

Bankura electrocution news: নিজের বাড়িতে সন্ধ্যা পুজো করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সহ-সভানেত্রী শ্যামলী পাল।

আহত তৃণমূল নেত্রী
আহত তৃণমূল নেত্রী
বাঁকুড়া: বাঁকুড়া জেলার দুই ব্লকে দু’টি ভিন্ন ঘটনার মর্মান্তিক পরিণতি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক, আহত হলেন এক মহিলা। রবিবাসরীয় বিকেলে বাঁকুড়া জেলার ওন্দা থানার পাঞ্জাপাড়ার ২৩ বছরের হেমন্ত বাউরী নামে এক যুবকের ইলেকট্রিক শর্ট সার্কিটে মৃত্যু হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবারেও রামসাগরে মাছ ব্রিডিং-এর কাজে গিয়েছিলেন হেমন্ত বাউরী। কাজ করতে করতে হঠাৎই অসাবধানতাবশত নিচে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান হেমন্ত। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে নিয়ে যাওয়া হয় রামসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে তাঁকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
advertisement
advertisement
অন্যদিকে রবিবাসরীয় সন্ধ্যায় পাত্রসায়ের থানার পান্ডুয়া গ্রামে নিজের বাড়িতে সন্ধ্যা পুজো করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সহ-সভানেত্রী শ্যামলী পাল। স্থানীয় সূত্র জানা যায়, পান্ডুয়া গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল সেখানেই রাস্তার দুই সাইডে আলো লাগানো হয়েছে। আলোর তার ছেঁড়া অবস্থায় জড়ানো ছিল রাস্তার পাশেই থাকা একটি লোহার খুঁটিতে।
advertisement
রবিবার সন্ধ্যায় যখন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সহ-সভানেত্রী শ্যামলী পাল নিজের বাড়িতে সন্ধ্যা বাতি ধরিয়ে ঘরে ফিরছিলেন, ঠিক তখনই ওই লোহার খুঁটিতে হাত লেগে যায়। এরপরেই বিদ্যুৎপৃষ্ট হযন শ্যামলী দাস। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন।
advertisement
দেবব্রত মণ্ডল
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura electrocution news: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, আহত তৃণমূল নেত্রী, বাঁকুড়ায় মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement