West Bengal Weather Update: হু হু করে বাড়বে তাপমাত্রা! শহরে আজ থেকে আবহাওয়ার বড় রদবদল, রইল ওয়েদার আপডেট
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী পাঁচ দিনে, সকাল ও রাতের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
advertisement
উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচ জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। দার্জিলিং ও কালিংম্পঙে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদহ ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া। আগামী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী পাঁচ দিনে, সকাল ও রাতের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement
advertisement