প্রাথমিকে চাকরি পাইয়ের দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে৷ বেশ কয়েকদিন ধরেই বসিরহাটের ন্যাজাট থানা এলাকা থেকে এমন অভিযোগ আসছিল বিভিন্ন যুবকের কাছ থেকে। অভিযোগ ছিল, মধুসূদন বারুই নামক এক ব্যক্তির বিরুদ্ধে। বছর খানেক ধরে ওই ব্যক্তি বহু যুবকের কাছ থেকেই চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ৷ কিন্তু, সেই চাকরি মেলেনি৷ এমনকি, এরপরে,টাকা চাইতে গেলেও মধুসূদন সেই টাকা দিতে অস্বীকার করে বলে জানা যায়৷
advertisement
সম্প্রতি, এ নিয়ে বসিরহাট থানায় অভিযোগ জানায় কয়েকজন৷ জানা যায়, মধুসূদন চাকরির নামে প্রায় ১০ লক্ষ টাকা তুলেছিল৷ অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ৷
জানা গিয়েছে, টাকা নেওয়ার পর সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল মধুসূদন। বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিল। যুবকদের অভিযোগের, ভিত্তিতে পুলিশ এদিন মধুসূদনের মোবাইল নম্বর ট্র্যাক করে৷ জানতে পারে সে, বসিরহাটের পিফা অঞ্চলে একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে সে। জেরায় মধুসূদন স্বীকার করেছে, চাকরি দেওয়ার নাম করে সে টাকা নিয়েছিল। শুধুই মধুসূদন, না এর পিছনে অন্য কোনও চক্র জড়িত রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জুলফিকার মোল্যা