Abhishek Banerjee: তুমুল ঝড়বৃষ্টি! ফের দুর্যোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়....হুটমুড়ার সভায় যা হল, তোলপাড় কাণ্ড!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ঝড় হওয়ার সময় বক্তৃতা থামিয়ে অভিষেক সভাস্থলে আসা সাধারণ মানুষের বসার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেন। বলেন, ‘‘ডি-জোনে লোক ঢোকানো হোক। আগে মানুষের নিরাপত্তা। আমার নিরাপত্তা পরে হবে৷ গাছের নীচে কেউ থাকবেন না৷ সবাই প্যান্ডেলে চলে আসুন৷’’
দক্ষিণবঙ্গ: আকাশ কালো করে মেঘ৷ তুমুল ঝড়বৃষ্টি৷ ভাতার যাওয়ার পথে কদিন আগেই দুর্যোগের জন্য থামাতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ সেদিন বৃষ্টির সন্ধেবেলা অবশ্য রাস্তার ধারের চায়ের দোকানে গরম চা-পকোড়া খেয়েছিলেন অভিষেক৷ তার পরে তাঁর নব জোয়ার যাত্রা আরও এগিয়েছে৷ তবে ঝড়জলের কারণে একাধিক বার বাধা পেয়েছে তাঁর কনভয়৷ এদিন পুরুলিয়াতেও তুমুল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল অভিষেকের সভাস্থল৷ কিছুক্ষণের জন্য বক্তৃতাও থামাতে হল তাঁকে৷ দুর্যোগের কারণে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ডি জোনে মানুষের বসানোর ব্যবস্থা করলেন তিনি।
ঝড় ওঠার কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। বলেন, ‘‘মানুষের জনজোয়ার চলছে। এটা আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ। কেউ ব্যতিব্যস্ত হবেন না। অনেক ঝড়-বৃষ্টির মধ্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ওটা কী পড়ে?…..খাবার খেয়ে অসুস্থ ছোট ছোট শিশু, তুমুল শোরগোল
ঝড় হওয়ার সময় বক্তৃতা থামিয়ে অভিষেক সভাস্থলে আসা সাধারণ মানুষের বসার ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেন। বলেন, ‘‘ডি-জোনে লোক ঢোকানো হোক। আগে মানুষের নিরাপত্তা। আমার নিরাপত্তা পরে হবে৷ গাছের নীচে কেউ থাকবেন না৷ সবাই প্যান্ডেলে চলে আসুন৷’’
advertisement
এর পরেই বিরোধীদের কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ‘‘অন্য রাজনৈতিক দলের সভায় কম্বল বিতরণ করতে মানুষ মারা যায়৷ আমাদের সম্পদ আমাদের কর্মী। ওদের হাতে ইডি, সিবিআই, টাকা আছে। আমাদের কাছে আমাদের সম্পদ দলের কর্মীরা আছে।’’
এদিন পুরুলিয়ায় পৌঁছেছে অভিষেকের নবজোয়ার যাত্রা৷ হুটমুড়া ময়দানে অভিষেকের সভা চলাকালীনই শুরু হয় প্রাকৃতিক দূর্যোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 25, 2023 5:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: তুমুল ঝড়বৃষ্টি! ফের দুর্যোগের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়....হুটমুড়ার সভায় যা হল, তোলপাড় কাণ্ড!