TRENDING:

অলৌকিক...? 'মৃত' ছেলেই গিটার হাতে ফিরল বাড়ি! এমনও সম্ভব? 'গল্প' শুনলে চমকে যাবেন

Last Updated:

Offbeat News: তাতানকে কাছে পেয়ে আনন্দে-আবেগে ভাসছেন বাবা-মা! নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: চোখের জ্বলে ২০২২ সালের মে মাসে ছেলেকে চিরতরে হারিয়েছিলেন ঝাড়গ্রামের সঙ্গীত শিল্পী স্বার্ণব বাগচী ওরফে তাতান এর বাবা মা। এক বছর অতিক্রান্ত হওয়ার পর, মৃত ছেলেকেই চোখের সামনে দেখে নিজেদের আবেগকে ধরে রাখতে পারলেন না বাবা মানব বাগচী। পেশায় তিনি একজন থিম শিল্পী। মা সীতা পাল বাগচী স্কুল শিক্ষিকা।
advertisement

তাতান চলে গিয়েছে না ফেরার দেশে! এই বিশ্বাসেই বছর কাটানো বাবা-মা সন্তানকে সামনে পেয়ে সামলাতে পারলেন না বাঁধ ভাঙা আবেগ। চোখ দিয়ে অঝোরে জল গড়িয়ে পড়ল মায়ের। ভাবছেন এমনও সম্ভব? কী ভাবে ফিরে এল মৃত ছেলে?

আরও পড়ুন: ৪০টি মৃতদেহে আঘাতের কোনও চিহ্নই নেই…! হাড়হিম সত্যি ফাঁস! ঠিক কী ঘটেছিল সেদিন?

advertisement

আরও পড়ুন: ছবি-Selfie তোলার হিড়িক…! চালু বন্দে ভারত, জগন্নাথ, পুরী স্পেশাল…! ছন্দে কি ফিরল বালাসোরের ‘বাহানাগা’?

View More

তবে শুনুন, ছোট থেকেই ছেলে তাতান ছিল প্রতিভাবান। গানই ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। চাকরি পেয়েও পাঁচদিন পর সেই চাকরি ছেড়ে দেয় তাতান। চোখের জল মুছতে মুছতেই জানালেন মা। সঙ্গীত নিয়ে এগিয়ে চলতে চেয়েছিল ছেলে। হঠাৎই দুরারোগ্য ব্যাধি হেপাটাইটিস-সি-তে আক্রান্ত হয় তাতান। সারা শরীর হলুদ হয়ে যায় ছেলের। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলেও, চিকিৎসায় সারা দেয়নি সে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ছেলের।

advertisement

আরও পড়ুন: বড় খবর! কলকাতা ট্রাফিক পুলিশদের জন্যে বিশেষ উপহার! নয়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার

এরপরই শোকগ্রস্ত বাবা মা ছেলে তাতানের স্মৃতিতেই নিজেদের বাঁচার উপায় খুঁজে পান। তবে ছেলেকে যে কোনও দিন সিলিকন মূর্তি বানিয়ে বাড়িতে রাখতে হবে, তা ভাবেননি পুত্র শোকে কাতর বাবা মা। বিরাটিতে সিলিকনের যাদুকর সুবিমল দাসের ওয়ার্কশপে ছেলেকে বসে থাকতে দেখে তাই ডুকরে কেঁদে উঠেছিল বাবা মায়ের মন। কৈখালী, সিউরির পর এবার জঙ্গলমহলে স্থান পেল সিলিকনের তাতানের জীবন্ত মূর্তি।

advertisement

আরও পড়ুন: আম-জাম নয়…! এই গরমে বাজার কাঁপাচ্ছে সস্তার এই ‘জংলি’ ফল! গুণ শুনলে কিনতে ছুটবেন আপনিও

মূর্তি দেখে বোঝার উপায় নেই, যেন মনে হচ্ছে তাতানই বসে রয়েছে। হাতে তার শখের প্রিয় গিটারটিও রয়েছে। রক গানের ভক্ত ছিল ছেলে, কলকাতার বুকে পুজোর বেশ কয়েকটি থিম সং এও সুর দিয়েছিল স্বার্ণব ওরফে তাতান। মৃত ছেলেকে একই রূপে ফিরিয়ে আনতে সিলিকনের জাদুকরল সুবিমল বাবুর সঙ্গে যোগাযোগ করেন ছেলেহারা বাগচী পরিবার।

advertisement

আরও পড়ুন: বিয়ের আগে এই ১টি ‘শর্ত’ মেনে নিয়েছিলেন জয়া! অমিতাভ বলেছিলেন, এমন বউ চান না, ‘যে’…

ছেলের জন্য ঝাড়গ্রামের বাড়িতে করেছেন মিউজিয়াম। তাতান যেন এভাবেই বাবা মা র কাছে রয়ে যাবে চিরকাল। সেই ঘরেই বাজবে ছেলের গান। থাকবে তার লেখা বই সহ যাবতীয় কাজ, জানান বাবা মানব বাগচী। তাতানের মা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে বসে থাকা ছেলের মাথায়, গালে হাত বুলিয়ে যাচ্ছেন পরম স্নেহে।

সিলিকনের কাজের দৌলতে রাজ্য, দেশ এমনকি বিদেশেও পরিচিত হয়ে উঠেছেন শিল্পী সুবিমল দাস। এখন সিলিকনের মূর্তি তৈরির যেন লাইন পড়েছে তার ওয়ার্কশপে। তবে, এবার সিলিকনের মূর্তি হয়েই বাবা-মার কাছে ফিরে এল গান ভালোবাসা হারানো ছেলে, তাতান।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
অলৌকিক...? 'মৃত' ছেলেই গিটার হাতে ফিরল বাড়ি! এমনও সম্ভব? 'গল্প' শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল