বিয়ের আগে এই ১টি 'শর্ত' মেনে নিয়েছিলেন জয়া! অমিতাভ বলেছিলেন, এমন বউ চান না, 'যে'...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Amitabh Bachchan and Jaya Bachchan Wedding Story : নিশ্চিতভাবেই অমিতাভ-জয়া বলিউডের সর্বাধিক চর্চিত দম্পতি যাঁরা তাঁদের জীবনের বহু চড়াই-উতরাইয়ের পরেও একে অন্যের পাশে দাঁড়িয়েছে। শোনা যায়, প্রথম দর্শনেই তারা একে অপরকে হৃদয় দিয়েছিলেন।
advertisement
advertisement
'গুড্ডি' ছবির সেট থেকেই শুরু হয়েছিল জয়া ও অমিতাভের প্রেমের গল্প। ছবিটিতে জয়া যখন মুখ্য ভূমিকায় ছিলেন, অমিতাভ একটি বিশেষ ভূমিকায় ছিলেন। শুরু থেকেই জয়া অমিতাভের ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে প্রেম আরও দৃঢ় হতে থাকে। খবর অনুযায়ী, 'জাঞ্জির' ছবির সাফল্যের পরই অমিতাভ ও জয়া বিয়ের সিদ্ধান্ত নিলেও বিয়ের আগে জয়ার সামনে একটি বিশেষ শর্ত রেখেছিলেন বিগ বি। (ছবির ক্রেডিট: Instagram @amitabhjayabachchanfanpage)
advertisement
advertisement
নাতনি নভ্যা নাভেলি নন্দার পডকাস্ট 'হোয়াট দ্য হেল উইথ নভ্যা'-তে এই শর্তের কথা বলেছিলেন জয়া বচ্চন। আসলে অমিতাভ বিয়ের পর জয়ার ছবিতে বেশি কাজ করার পক্ষে ছিলেন না। জয়া বলেন, 'উনি আমাকে বলেন, আমি এমন স্ত্রী চাই না যে ৯-৫ শিফটে কাজ করে। কাজ করা উচিত, তবে তা প্রতিদিন হওয়া উচিত নয়। (ছবির ক্রেডিট: Instagram @amitabhjayabachchanfanpage)
advertisement
খুবই সাধারণ ও আড়ম্বরহীন ছিল জয়া-অমিতাভের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর বিগ বি পুরোপুরি চলচ্চিত্রের কাজে ব্যস্ত হয়ে পড়েন, অন্যদিকে জয়া চলচ্চিত্রের চেয়ে পরিবারের দিকে বেশি মনোযোগ দেন। অমিতাভ বচ্চন এতে খুশি হয়েছিলেন। তিনি পাবলিক ফোরামেও জয়ার এই আত্মত্যাগের প্রশংসা করেছেন। অমিতাভ 'ইন্ডিয়া টুডে কনক্লেভ'-এ বলেছিলেন, তিনি কিন্তু জয়াকে কখনও থামাননি, এটি তাঁরই সিদ্ধান্ত ছিল। (ছবির ক্রেডিট: Instagram @ bollywood_musings)
advertisement
নাতনি নভ্যাকে নিজের প্রেমের গল্প প্রসঙ্গে জয়া বলেন, 'জাঞ্জির' ছবির সাফল্যের পর আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ একদিন একটি ফোন পেয়ে অমিতাভ বলেন, সমস্যা হয়েছে। বাবা-মা আমাদের বেড়াতে যেতে দেবেন না, আমরা যদি যেতে চাই তবে আমাদের তার আগে বিয়ে করতে হবে। জয়া-অমিতাভ অক্টোবরে বিয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিগ বি-র বাবা-মায়ের ইচ্ছেয় তাঁরা শেষমেশ বিয়ে এগিয়ে আনেন।
advertisement