Kolkata Police: বড় খবর! কলকাতা ট্রাফিক পুলিশদের জন্যে বিশেষ উপহার! নয়া পদক্ষেপ নিচ্ছে লালবাজার
- Published by:Sanjukta Sarkar
- Written by:Sourav Tewari
Last Updated:
Kolkata Police: শহরের বিভিন্ন বড় রাস্তা থেকে বড় ক্রসিং অথবা শহরের আনাচে কানাচে ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টদের জন্যে এবার বিশেষ উদ্যোগ নিল লালবাজার।
কলকাতা: শহরের বিভিন্ন বড় রাস্তা থেকে বড় ক্রসিং অথবা শহরের আনাচে কানাচে ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টদের জন্যে এবার বিশেষ উদ্যোগ নিল লালবাজার। প্রত্যেক ট্রাফিক সার্জেন্টের জন্য এবার অত্যাধুনিক ফুল মাস্ক হেলমেট কিনতে চলেছে লালবাজার। এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর।
লালবাজার সূত্রে খবর প্রথম দফায় প্রায় ৫০০ হেলমেট কিনতে চলেছে লালবাজার। এই হেলমেট ব্যবহার করার পরে যেই ফিডব্যাক এবং রিপোর্ট পাওয়া যাবে তার ভিত্তিতে দ্বিতীয় দফায় আরও বড় সংখ্যায় হেলমেট কিনবে কলকাতা পুলিশ।
advertisement
advertisement
লালবাজার সূত্রে খবর শহরে বিভিন্ন বড় রাস্তা-সহ বিভিন্ন ক্রসিং-এ দেখা গিয়েছে একাধিক অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে। অভিযোগে বিভিন্ন পুলিশ কর্মীরা বিনা হেলমেট পরে মোটরসাইকেল চালাচ্ছেন। যদিও সাধারণ মানুষ বিনা হেলমেটে মোটরসাইকেল চালালে তাদেরকে ট্রাফিক নিয়ম অনুযায়ী জরিমানা করা হচ্ছে।
পাশাপাশি দেখা গিয়েছে শহরের বিভিন্ন বড় চৌমাথায় ট্রাফিক সার্জেন্ট এবং অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা ট্রাফিক সামাল দিচ্ছেন, ঠিক এই সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের। অতীতে একাধিক ঘটনা রয়েছে এরকম। সেই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে লালবাজারের তরফ থেকে অত্যাধুনিক বিশেষ ফুল মাস্ক হেলমেট কেনা হবে।
advertisement
লালবাজার সূত্রে খবর এই ফুল মাস্ক বিশেষ হেলমেট আগের হেলমেট থেকে অনেকটাই আরামদায়ক এবং সুরক্ষিত। প্রথম দফায় প্রায় ৫০০ হেলমেট কিনতে চলেছে কলকাতা পুলিশ। সেই সমস্ত হেলমেট-এর রিপোর্ট পাওয়ার পরই দ্বিতীয় দফায় আরও বিপুলসংখ্যক হেলমেট কেনা হবে বলেই লালবাজার সুত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 12:00 PM IST