বীভৎস...! হাসপাতালে হাসপাতালে হাহাকার! মৃতদেহ চেনার জন্য এবার 'ছবি'-সহ তালিকা প্রকাশ রেলের, রইল লিঙ্ক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Coromandel Train Accident || Photo links: এখনও একাধিক দেহ শনাক্তকরণ করা যায়নি৷ অন্যদিকে, বিভিন্ন হাসপাতালে একাধিক নিহতের পরিজনরা ছুটে বেড়াচ্ছেন। এই অবস্থায় সমস্ত ছবি লিংক-সহ প্রকাশ করল ভারতীয় রেল।
বালাসোর : শত শত মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তিনটি ট্রেনের দুর্ঘটনায় ভয়াবহ কাণ্ড ঘটে যায় শুক্রবার। যার আতঙ্কে শিউরে উঠেছে গোটা দেশ। দুর্ঘটনার একের পর এক আপডেট, ছবি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ঘটনায় স্বজনহারা শোক চোখে জল এনেছে আপামর ভারতবাসীর। আজও চোখে জল নিয়ে আপনজনের মৃত্যু স্তূপ বা হাসপাতালে খুঁজে বেড়াচ্ছেন কাছের মানুষেরা।
ওড়িশার এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় মৃত ব্যাক্তিদের শনাক্তকরণের জন্য এবার নতুন করে আবেদন জানানো হল ভারতীয় রেলের তরফে। কারণ এখনও একাধিক দেহ শনাক্তকরণ করা যায়নি৷ অন্যদিকে, বিভিন্ন হাসপাতালে একাধিক নিহতের পরিজনরা ছুটে বেড়াচ্ছেন। এই অবস্থায় সমস্ত ছবি লিংক-সহ প্রকাশ করল ভারতীয় রেল।
advertisement
advertisement
ওড়িশার বাহানাগায় দুর্ভাগ্যজনক রেল দুর্ঘটনার পর স্বজন হারানো ব্যাক্তিরা যাতে নিরুদ্দেশ আত্মীয়দের খুঁজে বার করতে পারেন তার জন্য ওড়িশা সরকারের সহযোগিতায় এক বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। এই দুর্ঘটনায় মৃত, হাসপাতালে চিকিৎসাধীন আহত এবং অশনাক্তকৃত মৃতদেহগুলি যাতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব বা শুভানুধ্যায়ীরা শনাক্ত করতে পারেন তার জন্য এদের ফটোর লিংক প্রকাশ করা হয়েছে।
advertisement
যে লিংকগুলি থেকে দেখা যাবে৷ মৃত ব্যাক্তিদের ফটোর লিংক – https://srcodisha.nic.in/Photos%200f%20Deceased%20with%20Disclaimer.pdf
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীদের নামের তালিকার লিংক : https://www.bmc.gov.in/train-accident/download/Lists-of-Passengers-Undergoing-Treatment-in-Different-Hospitals_040620230830.pdf
কটকের এসসিবি তে চিকিৎসাধীন অশনাক্তকৃত ব্যাক্তিদের লিংক : https://www.bmc.gov.in/train-accident/download/Un-identified-person-under-treatment-at-SCB-Cuttack.pdf
advertisement
এই রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য রেলওয়ে হেল্পলাইন নম্বর – ১৩৯ সারাদিন চালু থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের শীর্ষ আধিকারিকরা এই হেল্পলাইন নম্বরটির ওপর নজর রেখে চলেছেন।
বি এম সি হেল্পলাইন নম্বর ১৮০০ ৩৪৫ ০০৬১/ ১৯২৯ সারাক্ষণ চালু আছে। ভুবনেশ্বরের মিউনিসিপাল কমিশনার -এর অফিসে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। যেখানে সারাক্ষণ আধিকারিকরা কাজ করে চলেছেন। তারা গাড়ি দিয়ে সাহায্য করছেন সাধারণ মানুষদের। এই গাড়িগুলি হাসপাতাল বা মর্গে পৌঁছে দিচ্ছে পরিজন ও আত্মীয়স্বজনদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Odisha
First Published :
June 06, 2023 10:04 AM IST