জানা গিয়েছে, শ্যামনগরের বেসরকারি ওই ব্যাটারি কারখানায় দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছে পার্মানেন্ট মজদুর মোর্চার সদস্যরা।যেহেতু শ্রমিকদের ওই কারখানায় নানা কেমিক্যাল বস্তুর মধ্যে কাজ করতে হয়, ফলে শারীরিক সমস্যা তৈরি হয় বহু ক্ষেত্রে।
এমনকি অ্যাসিডের কারণে পা ক্ষয়ে যায়, বহু ক্ষেত্রে তৈরি হয় হাড়ের সমস্যাও। তাই কারখানার শ্রমিকদের নিয়মিত হেলথ ড্রিংকস, ক্যালসিয়াম ট্যাবলেট ও জুতোর দাবি জানিয়ে আসা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিষয়টি বারংবার এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ শ্রমিকদের। এমনকি কারখানা বন্ধ করে দেবারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন আবারো ফের এই সকল দাবি নিয়ে কারখানার ভেতর বিক্ষোভ দেখায় ইউনিয়নের নেতা-কর্মীরা।
advertisement
আরও পড়ুন: গরমে যত খুশি ডাবের জল খান! চুল থেকে হার্ট সব থাকবে ঝকঝকে! জানুন
পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা করেই, কারখানার গেটে বিশাল পুলিশবাহিনীও মোতায়ন করা হয় প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কর্মী ইউনিয়ন এর দায়িত্বে থাকা সঞ্জয় সিং জানান, কারখানা কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে।
Rudra Narayan Roy