এর জেরে অবরোধ করা হয় কলাবাগান-বেয়ারা রোড। এদিন স্কুল শুরু হলেও, কিছু সময় পরই বাগদা থানার বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তায় স্কুলে আসেন প্রধান শিক্ষক। আর তাঁকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্কুলের পড়ুয়া, অভিভাবক ও গ্রামের মানুষেরা। স্কুল ছেড়ে বেরিয়ে যায় পড়ুয়ারা।
আরও পড়ুন: উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির রয়েছে শিলিগুড়িতে! দেখুন ভিডিও
advertisement
স্কুল থেকে মাত্র ৫০০ মিটার দূরে ব্যস্ততম সড়ক অবরোধ করেন তাঁরা। অন্যদিকে, এদিন থেকেই শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের অনুরোধে এবং স্কুলের বর্তমান পরিস্থিতি বিচার করে শনিবারের পরীক্ষা চলতি মাসের ২৯ তারিখ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা, দাবি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের।
আরও পড়ুন: ছট পুজোর আগে এই বিশেষ ডিজাইনের ঠেকুয়ার ছাঁচ কিনতে উপচে পড়ছে ভিড়! কোথায় মিলছে জানুন
পরীক্ষা না হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন পড়ুয়ারা। অপরদিকে, প্রধান শিক্ষকের দাবি স্কুলের কিছু শিক্ষক এবং এলাকার মানুষরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে এই কাজ করাচ্ছেন। এতে পড়ুয়াদের ভবিষ্যতের ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
Rudra Nrayan Roy