চাঁদার নামে জুলুমবাজি! ২০ টাকা না দেওয়ায় ট্রাক চালক-খালাসিকে মারধর! পাল্টা চাঁদা আদায়কারীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Kali Puja Donation: অভিযোগ, ২০ টাকা চাঁদার জন্য ট্রাকের চালক ও হেল্পারকে মারধর করে রক্তাক্ত করেন চাঁদা আদায়কারীরা। পাল্টা চাঁদা আদায়কারীকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।
ঘোজাডাঙ্গা, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ আলোর উৎসবের আবহে চাঁদার জুলুমের অভিযোগ। মারধরের জেরে রক্তাক্ত ট্রাকের হেল্পার ও ড্রাইভার। পাল্টা চাঁদা আদায়কারীকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। কালীপুজোর আবহে ঘোজাডাঙ্গা সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডে ঘটনাটি ঘটেছে।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর কালীপুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। বাংলার নানা প্রান্তে মা কালীর আরাধনা হচ্ছে। এই আবহে ঘোজাডাঙ্গা সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডে কালীপুজোর চাঁদার জুলুমের অভিযোগ। ২০ টাকার জন্য ট্রাকের চালক ও হেল্পারকে মারধর করে রক্তাক্ত করলেন চাঁদা আদায়কারীরা। এমনটাই অভিযোগ উঠেছে। পাল্টা চাঁদা আদায়কারীকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জয়চণ্ডী পাহাড়ের কোলে পাথরে খোদাই দেবী! কালী পাহাড়ের ঐতিহ্যবাহী কালীপুজোর সূচনা কীভাবে? এখনও অনেকের অজানা সেই ইতিহাস
জানা যাচ্ছে, ঘোজাডাঙ্গা সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডের কালীবাড়ি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। একদল যুবক কালীপুজোর জন্য রাস্তায় চাঁদা তুলছিলেন। অভিযোগ, ট্রাকের চালকের থেকে ২০ টাকা চাইলে না দিতে পারায় ড্রাইভার ও হেল্পারকে মারধর করা হয়। পাল্টা চালক, খালাসি ওই যুবককে লরিতে করে তুলে নিয়ে চলে আসেন বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
উৎসবের আবহে এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে হাজির হয় বসিরহাট থানার পুলিশ। তাঁরা গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। সেই সঙ্গেই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 20, 2025 4:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাঁদার নামে জুলুমবাজি! ২০ টাকা না দেওয়ায় ট্রাক চালক-খালাসিকে মারধর! পাল্টা চাঁদা আদায়কারীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য