Bidi Crackers: 'বিড়ি জ্বালাইলে...' এবার দিওয়ালির বাজারে সুপার হিট বিড়ি বাজি! ছোট প্যাকেটে বড় ধামাকা

Last Updated:
বাজির উৎসবে হিট সস্তার বাজি! রীতিমত বাজার দোকানে কাড়াকাড়ি এই বাজি, একেবারে ৮-৮০ বয়সের হাতে হাতে এবার এ বাজি, তুবড়ি হাওয়াই রকেটের পাশাপাশি এবার কালীপুজোর আলোর উৎসবে দারুণ চাহিদা ছোট্ট এই বাজি
1/5
কালীপুজো: বাজির উৎসবে হিট সস্তার বাজি! রীতিমত বাজার দোকানে কাড়াকাড়ি এই বাজি। একেবারে ৮-৮০ বয়সের হাতে হাতে এবার এ বাজি। তুবড়ি হাওয়াই রকেটের পাশাপাশি এবার কালীপুজোর আলোর উৎসবে দারুন চাহিদা ছোট্ট এই বাজি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
কালীপুজো: বাজির উৎসবে হিট সস্তার বাজি! রীতিমত বাজার দোকানে কাড়াকাড়ি এই বাজি। একেবারে ৮-৮০ বয়সের হাতে হাতে এবার এ বাজি। তুবড়ি হাওয়াই রকেটের পাশাপাশি এবার কালীপুজোর আলোর উৎসবে দারুণ চাহিদা ছোট্ট এই বাজি। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বাজির হাট-বাজার থেকে পাড়ার অলিগুলি আগুন দারুন চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে কলমের শিষের ন্যায় সরু এক ইঞ্চির বাজি। ক্ষুদ্র এই বাজি জ্বালিয়ে আনন্দ অনেক, দামও খুবই কম। ফলে গ্রামাঞ্চলে এর চাহিদা প্রচুর। এই বাজির দাপটে লঙ্কা পটকার বাজার মন্দা।
বাজির হাট-বাজার থেকে পাড়ার অলিগুলি, দারুণ চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে কলমের শিষের ন্যায় সরু এক ইঞ্চির বাজি। ক্ষুদ্র এই বাজি জ্বালিয়ে আনন্দ অনেক, দামও খুবই কম। ফলে গ্রামাঞ্চলে এর চাহিদা প্রচুর। এই বাজির দাপটে লঙ্কা পটকার বাজার মন্দা।
advertisement
3/5
এই বাজিতে আগুন দেওয়া বা বক্সের গায়ে বারুদে ঘষলেই কয়েক সেকেন্ড পর ফাটছে বাজি। আগুন দিলেই বেশ কয়েক সেকেন্ড রকেটের গতিতে বাজি থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। তারপর পট করে শব্দ হয়ে ফাটছে বাজি। দামেও কম, শব্দও কম। কিন্তু মজা পাচ্ছে ছেলে বুড়ো। অল্প বারুদের বাজি, ফলে দুর্ঘটনা হবার আশঙ্কা নেই বললেই চলে। ফলে এই কালীপুজোর বাজারে গ্রামাঞ্চলে হাতে হাতে এই বাজি।
এই বাজিতে আগুন দেওয়া বা বক্সের গায়ে বারুদে ঘষলেই কয়েক সেকেন্ড পর ফাটছে বাজি। আগুন দিলেই বেশ কয়েক সেকেন্ড রকেটের গতিতে বাজি থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। তারপর পট করে শব্দ হয়ে ফাটছে বাজি। দামেও কম, শব্দও কম। কিন্তু মজা পাচ্ছে ছেলে বুড়ো। অল্প বারুদের বাজি, ফলে দুর্ঘটনা হবার আশঙ্কা নেই বললেই চলে। ফলে এই কালীপুজোর বাজারে গ্রামাঞ্চলে হাতে হাতে এই বাজি।
advertisement
4/5
এই বাজি ফাটিয়ে ছোটরা ভীষণভাবে আনন্দ উপভোগ করছে। আগুন দিলেই গল-গল করে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। তাই অনেকেই এই বাজি'কে 'বিড়ি বাজি ' নামেই নামকরণ করছেন। এবার বাজির উৎসবের আগেই রীতিমত জোগান অভাব হয়ে যাচ্ছে দোকানে দোকানে। ছোট্ট এই বাজি পাড়ার দোকানে ' বিড়ি বাজি ' নামেই বিক্রি হচ্ছে।
এই বাজি ফাটিয়ে ছোটরা ভীষণভাবে আনন্দ উপভোগ করছে। আগুন দিলেই গল-গল করে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। তাই অনেকেই এই বাজি'কে 'বিড়ি বাজি ' নামেই নামকরণ করছেন। এবার বাজির উৎসবের আগেই রীতিমত জোগান অভাব হয়ে যাচ্ছে দোকানে দোকানে। ছোট্ট এই বাজি পাড়ার দোকানে ' বিড়ি বাজি ' নামেই বিক্রি হচ্ছে।
advertisement
5/5
কালীপুজোর বাজারে হিট বিড়ি বাজি। বাজারে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মোড়কে এই বাজি বিক্রি হচ্ছে। এক একটি প্যাকেট ৫০-৬০ টি বাজি রয়েছে। বাজির প্যাকেট মূল্য ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার চাহিদার থেকে জোগানের এভাবে কখনও কখনও ৩০-৩৫ টাকায় বিক্রি হতেও শোনা যাচ্ছে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
কালীপুজোর বাজারে হিট বিড়ি বাজি। বাজারে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মোড়কে এই বাজি বিক্রি হচ্ছে। এক একটি প্যাকেট ৫০-৬০ টি বাজি রয়েছে। বাজির প্যাকেট মূল্য ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার চাহিদার থেকে জোগানের এভাবে কখনও কখনও ৩০-৩৫ টাকায় বিক্রি হতেও শোনা যাচ্ছে। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement