Bidi Crackers: 'বিড়ি জ্বালাইলে...' এবার দিওয়ালির বাজারে সুপার হিট বিড়ি বাজি! ছোট প্যাকেটে বড় ধামাকা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
বাজির উৎসবে হিট সস্তার বাজি! রীতিমত বাজার দোকানে কাড়াকাড়ি এই বাজি, একেবারে ৮-৮০ বয়সের হাতে হাতে এবার এ বাজি, তুবড়ি হাওয়াই রকেটের পাশাপাশি এবার কালীপুজোর আলোর উৎসবে দারুণ চাহিদা ছোট্ট এই বাজি
advertisement
advertisement
এই বাজিতে আগুন দেওয়া বা বক্সের গায়ে বারুদে ঘষলেই কয়েক সেকেন্ড পর ফাটছে বাজি। আগুন দিলেই বেশ কয়েক সেকেন্ড রকেটের গতিতে বাজি থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। তারপর পট করে শব্দ হয়ে ফাটছে বাজি। দামেও কম, শব্দও কম। কিন্তু মজা পাচ্ছে ছেলে বুড়ো। অল্প বারুদের বাজি, ফলে দুর্ঘটনা হবার আশঙ্কা নেই বললেই চলে। ফলে এই কালীপুজোর বাজারে গ্রামাঞ্চলে হাতে হাতে এই বাজি।
advertisement
advertisement






