Chhath puja 2023: ছট পুজোর আগে এই বিশেষ ডিজাইনের ঠেকুয়ার ছাঁচ কিনতে উপচে পড়ছে ভিড়! কোথায় মিলছে জানুন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
ছট পুজোর একদিন আগে রকেটের গতিতে বিক্রি হচ্ছে আধুনিক ডিজাইনের ঠেকুয়া বানানোর ছাঁচ। আটা মেখে কাঠের এই ছাঁচের উপর রাখলে অনায়াসেই তৈরি হয়ে যাবে নানা রকম রকম ডিজাইনের ঠেকুয়া।
উত্তর দিনাজপুর: ছট পুজোর একদিন আগে রকেটের গতিতে বিক্রি হচ্ছে আধুনিক ডিজাইনের ঠেকুয়া বানানোর ছাঁচ। আটা মেখে কাঠের এই ছাঁচের উপর রাখলে অনায়াসেই তৈরি হয়ে যাবে নানা রকম রকম ডিজাইনের ঠেকুয়া। প্রায় ৫ থেকে ১০ রকমের নক্সা করা যাবে।
যে ঠেকুয়া একদিকে যেমন দেখতে হবে খুব সুন্দর, তেমনই হবে মুচমুচেও।শুধু দরকার ঠেকুয়া বানানোর কাঠের এইসব ছাঁচ। যা দিয়ে নিমিষেই তৈরি হয়ে যাবে আধুনিকমানের বিভিন্ন রকমের ঠেকুয়া। কমবে খাটুনিও।
তাই ছট পুজোর একদিন আগে বিভিন্ন ডিজাইনের ছাঁচ কিনতে ভিড় দোকানে দোকানে।
advertisement
advertisement
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনের সামনে বিহার থেকে বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়ে এসে বিক্রি করছেন কালিয়াগঞ্জের এক যুবক। শিবনাথ কুন্ডু নামে ওই যুবক জানান ছট পুজোর ঠেকুয়া বানানোর অন্যতম সামগ্রী কাঠের তৈরি ছাঁচ। তাই বিহার থেকে বিভিন্ন ডিজাইনের ছাঁচ তিনি নিয়ে এসেছেন যেগুলির দাম মাত্র ৩০ টাকা। বিভিন্ন ডিজাইনের এই ছাঁচ দিয়ে নিমিষেই তৈরি হয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ঠেকুয়া।
advertisement
আর একটা দিন তারপরই ছট পুজো, তাই সময় থাকতেই ছট ব্রতীরা এই দোকানে এসে কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনার কাঠের ছাঁচ। নিত্য নতুন বিভিন্ন ফুলের ডিজাইন করা এই কাঠের ছাঁচে আটা মেখে, চাঁচে ফেলে দিলে নিমিষেই তৈরি হয়ে যাবে বিভিন্ন ডিজাইনের ঠেকুয়া। যা দেখতে যেমন সুন্দর লাগবে তেমন স্বাদেও হবে খাসা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 1:42 PM IST