Nolen Gur : জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি, তার আগেই নলেন গুড়ের রসগোল্লার বিশেষ চমক

Last Updated:

নলেন গুড়ের মিষ্টি! স্বাদে গন্ধে অতুলনীয়। এই মিষ্টি যে কোনও মিষ্টির সঙ্গে পাল্লা দিতে পারে। তবে কেবল শীতেই মেলে নলেন গুড়ের নানা রকমের মিষ্টি। তবে সেই দিক থেকে হাওড়ার ব্রজনাথ গ্র্যান্ড সন্স মিষ্টি প্রস্তুতকারক এক ধাপ এগিয়ে। শীত এখনও সেভাবে না পড়লেও, এর মধ্যেই তাঁরা হাজির নলেন গুড়ের মিষ্টির বিপুল সম্ভার নিয়ে।

+
নলেন

নলেন গুড়ের মিষ্টি

হাওড়া: নলেন গুড়ের মিষ্টি! স্বাদে গন্ধে অতুলনীয়। এই মিষ্টি যে কোনও মিষ্টির সঙ্গে পাল্লা দিতে পারে। তবে কেবল শীতেই মেলে নলেন গুড়ের নানা রকমের মিষ্টি। তাই সারা বছরই মিষ্টি প্রিয় বাঙালির অতি পছন্দের শীত স্পেশাল এই নলেন গুড়ের মিষ্টির অপেক্ষায় থাকে।
ইতিমধ্যেই বাংলা জুড়ে শীতের আমেজ শুরু হয়ে গেলেও এখনও রমরমা  শুরু হয়নি এই মিষ্টির। সারা বাংলার পাশাপাশি হাওড়া জেলা জুড়েও প্রতিবছর দারুণ চাহিদা এই মিষ্টির। প্রায় প্রতিটি মিষ্টির দোকানে শীতে নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়। তবে সেই দিক থেকে হাওড়ার ব্রজনাথ গ্র্যান্ড সন্স মিষ্টি প্রস্তুতকারক এক ধাপ এগিয়ে। শীত এখনও সেভাবে না পড়লেও, এর মধ্যেই তাঁরা হাজির নলেন গুড়ের মিষ্টির বিপুল সম্ভার নিয়ে।
advertisement
advertisement
প্রতিবছর প্রায় কুড়ি-ত্রিশ রকমের নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় এখানে। রসগোল্লা, সন্দেশ, চমচম, জলভরা সন্দেশ, কড়া পাক নরম পাক-সহ নানা ধরনের নলেন গুড়ের নানা ধরণের মিষ্টি পাওয়া যায়।
advertisement
এ প্রসঙ্গে মিষ্টি প্রস্তুতকারক অভিজিৎ দাস জানান, প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা রকমের নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়। তিনি আরও জানান, প্রায় প্রতি বছর কালী পুজো বা ভাতৃদ্বিতিয়া থেকেই ক্রেতারা নলেন গুড়ের মিষ্টি পায়। ভাইফোঁটা স্পেশাল মিষ্টির পাশাপাশি পৌষের পিঠের উৎসবও এখানে বেশ জনপ্রিয়।  কয়েক বছরে হাওড়া কলকাতার মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছ এই দোকান।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Nolen Gur : জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি, তার আগেই নলেন গুড়ের রসগোল্লার বিশেষ চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement