Accident: কানে হেডফোন দিয়ে রেললাইন পার করতে গিয়ে হল সর্বনাশ! করুণ পরিণতি যুবতীর
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু। ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। প্রত্যক্ষদর্শীদের দাবি রেললাইন পারাপারারের সময় কলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
উত্তর ২৪ পরগনা: ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু। ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। প্রত্যক্ষদর্শীদের দাবি রেললাইন পারাপারারের সময় কলকাতা-খুলনাগামী বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। মৃতের নাম শর্মিলা পরামানিক। তাঁর বয়স ২৭ বছর, সে চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার বাসিন্দা।
এদিন ঘটনাটি ঘটেছে বনগাঁ শিয়ালদাহ শাখার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী স্থানীয় একটি প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের কাজ করতেন। এদিন সকালে কানে হেডফোন দিয়ে ডাউন লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, সে সময় ডাউন লাইনে ট্রেন চলে আসায় আপ লাইনের উপর উঠে পড়ে আর তখনই আপ লাইনে আসা বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কানে হেডফোন থাকায় আশপাশের মানুষের চিৎকার করে সচেতন করার চেষ্টা করলেও ওই যুবতী শুনতে পাননি। রেল লাইনের ধারে থাকা বাসিন্দা ও রেললাইন পারাপারকারি যাত্রীদের জন্য রেল কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালায়, তারপরেও একাধিক দুর্ঘটনা ঘটেই চলেছে। সে ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠলেও রয়েছে সচেতনতার অভাবও, যার মাশুল দিতে হল এই যুবতীকেও।
advertisement
Rudra Nrayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 16, 2023 4:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Accident: কানে হেডফোন দিয়ে রেললাইন পার করতে গিয়ে হল সর্বনাশ! করুণ পরিণতি যুবতীর









