Kangchenjunga: সমতল থেকেই দৃশ্যমান ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা! গমগম করছে পাহাড়
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
শুভ্র স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকায়। এমনকি রায়গঞ্জের কিছু কিছু জায়গা থেকেও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার।
শিলিগুড়ি: দার্জিলিংয়ে গিয়েও অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পান না । কিন্তু যাঁদের ভাগ্য ভাল থাকলে আবার শিলিগুড়ি থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মিলতে পারে। মাথার ওপরে নীল আকাশ । তার মাঝে শুভ্র স্বচ্ছ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বিভিন্ন এলাকায়। এমনকি রায়গঞ্জের কিছু কিছু জায়গা থেকেও দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার।
বিগত দুদিন ধরে আকাশ একেবারে পরিষ্কার হওয়ার ফলে প্রায় সারাদিন ধরেই এই দৃশ্য সকলে উপভোগ করছেন। সকালে দরজা খুললেই দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। এই মরশুমে যারা শৈল শহর দার্জিলিং-সহ কালিম্পংয়ে রয়েছেন তারা আরও বেশি করে উপভোগ করতে পারছেন কাঞ্চনজঙ্ঘাকে। পর্যটন ব্যাবসায়ীদের মতে , কাঞ্চনজঙ্ঘার ছবি তোলার জন্য এটাই উপযুক্ত সময়। গোটা নভেম্বর মাস ধরে কাঞ্চনজঙ্ঘার এমনই রূপ থাকছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই শীতের মরশুমের শুরু হয়েছে। সন্ধ্যের পর থেকেই শীতল হাওয়া বইছে। হালকা গরম জামা পড়তে হচ্ছে সকলকে । বছরের এই সময়টাতে কাঞ্চনজঙ্ঘা এমন অপরূপ শোভা বর্ধন করে। এবার সেটাকেই কাজে লাগাতে চাইছে বিভিন্ন পর্যটন সংস্থা গুলো। কাঞ্চনজঙ্ঘা রিজিয়ান ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম পার্ক নিয়ে প্রচার চালাচ্ছেন তাঁরা। কাঞ্চনজঙ্ঘা রিজিয়ান ইন্টারন্যাশনাল ইকো ট্যুরিজম পার্কের অন্তর্গত দার্জিলিং , কালিম্পং যেমন রয়েছে তেমনি রয়েছে সিকিমের কিছুটা অংশ , রয়েছে ভূটান ও বাংলাদেশের কিছুটা অংশ।
advertisement
রাজ্য ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু জানান , “কাঞ্চনজঙ্ঘার উপর নির্ভর করেই আমাদের পর্যটন গড়ে উঠেছে। গোটা নভেম্বর মাস দার্জিলিং কালিম্পংয়ে বুকিং রয়েছে। এটাই প্রকৃত সময় ছবি তোলার জন্য। যার জন্য রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফটোগ্রাফাররা আসছেন শৈল শহরে। নভেম্বর মাসে ২৬ , ২৭ , ২৮ তারিখ প্রচুর বুকিং রয়েছে। এমনকি ভারতীয় ভিসায় খানিকটা সমস্যা থাকায় ঢাকা , চট্টগ্রাম থেকে মানুষ নর্থাদ বাংলাদেশে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।”
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 5:46 PM IST