জানা গিয়েছে, গোপাল নগর থানার মহৎপুর মাছডোবা গ্রামে আতঙ্ককে সঙ্গী করেই এখন দিন কাটছে বিস্তীর্ণ এলাকার মানুষের। পুলিশি প্রহরা থাকলেও তার মাঝখান থেকে ঘটছে চুরির ঘটনা। সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এমনকি গায়ে দেওয়ার কম্বল পর্যন্ত ছাড়ছে না তারা। চুরি যাওয়া বাড়ির বাসিন্দা একরামুল জানান, নাকে গ্যাস জাতীয় কিছু দেওয়া হয়েছিল যার ফলে তিনি ঘুম থেকে উঠতেই পারেননি৷ গ্রামের একরামুল মন্ডলের বাড়ি থেকে নগদ টাকা সোনা দানা সহ প্রায় তিন লক্ষ টাকার জিনিস নিয়ে গেছেন দুষ্কৃতীরা বলেও জানান তিনি। স্থানীয় সাজেদা বিবির বাড়ি থেকেও টাকা পয়সা, জামা কাপড় এমনকি গায়ে দেওয়ার কম্বল অব্দি নিয়ে গিয়েছে চোরেরা।
advertisement
আরও পড়ুন:
জহিরউদ্দিন মন্ডলের বাড়িতে তালা ভেঙে ঢুকলেও কিছু নিতে পারেনি বলে জানা গিয়েছে। মাছডোবা গ্রামে গফর শেখ এর বাড়ি থেকে সোনাদানা নগদ টাকা-পয়সা সব নিয়ে গিয়েছেন বলে রীতিমতো ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কয়েকদিন ধরে চলা চোরের উপদ্রবে পুলিশ পাহারা রয়েছে, গ্রামের লোকজন মিটিং করেও পাহারা দিচ্ছে। তার মধ্যে থেকে কিভাবে চোর চুরি করে যাচ্ছে তারা বুঝে পাচ্ছেন না বলে জানান। পুলিশ চোরদের গ্রেফতার না করে ভালো মানুষদের ধরে নিয়ে গিয়ে অত্যাচার করছে অভিযোগ বাসিন্দাদের৷ প্রকৃত চোর ধরা না পড়লে এখন আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটাতে হবে বিস্তীর্ণ এলাকার মানুষদের। সর্বস্ব আগলাতে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের।
Rudra Narayan Roy