রাতের হাজার হাজার মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকেও। চার দিন ধরে চলা এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে অশোকনগর।
আরও পড়ুন - Purba Bardhaman: রহস্য চরমে, অপহরণ! এগারো দিন হদিশ নেই নির্মান সংস্থার এক কর্মীর
চন্দননগর কৃষ্ণনগর এর পাশাপাশি গত কয়েক বছরে উঠে এসেছে অশোকনগর কল্যাণগড় এর নাম। এখানে মোট ৭৫টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে এ বছর। একে অপরকে টেক্কা দিচ্ছে থিমের পুজো থেকে শুরু করে নানা বিষয়ের উপর মণ্ডপ সজ্জা করে। পাশাপাশি আলোকসজ্জা ও নজর কাটছে দর্শনার্থীদের। সন্ধ্যা হলেই জনজোয়ার নিয়ন্ত্রণ করা হচ্ছে গোটা এলাকার। হেঁটেই ঠাকুর দেখতে হচ্ছে দর্শনার্থীদের। কোথাও আয়োজন করা হয়েছে মেলার, কোথাও চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
ভিড়ের মধ্যেই সুষ্ঠুভাবে এই উৎসবের ক'দিন নিরাপত্তা পরিচালনা করছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকারা স্বয়ং। শনিবারও সকাল থেকে মানুষের ভিড় পূজ মণ্ডপ গুলিতে। বহুদূরান্ত থেকে মানুষ আসছেন অশোকনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে।
Rudra Narayan Roy