Extramarital Affair: স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে চুটিয়ে প্রেম! প্রতিবাদ করতেই স্বামী হাতে তুলল ধারালো অস্ত্র, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Extramarital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত স্বামী, প্রতিবাদী স্ত্রীকে ধারালো অস্ত্রের মালদহে...
advertisement
জানা গিয়েছে , পাঁচ বছর আগে ভালোবাসার সম্পর্কে ওই মহিলার বিয়ে হয় । কিন্তু , বিয়ের পর থেকেই একাধিক মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক রয়েছে বলে স্ত্রী জানতে পারেন বলে দাবি । এ নিয়ে স্বামী - স্ত্রী মধ্যে মাঝে মধ্যেই গণ্ডগোল বেঁধে থাকত। ভোররাতে অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামীকে হাতেনাতে ধরে ওই গৃহবধূ বলে অভিযোগ।
advertisement
advertisement
বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই গৃহবধূ । গৃহবধুর পরিবারের তরফে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ।ধারালো অস্ত্রের কোপে মাথায় আঘাত পান ওই মহিলা । মাথায় একাধিক সেলাইও পড়ে । তবে হামলা সত্ত্বেও প্রতিবাদ করতে পিছু পা হননি তিনি ।
advertisement
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন , ভালোবাসা করে বিয়ে করেছিলাম । গত কয়েক বছরে একাধিক বিয়ে করেছেন স্বামী । বিবাহ বর্হিভূত সম্পর্ক জানতে পেরে হাতেনাতে ধরতে যায় । সেই সময় আমার ওপরে ইট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় । পুরাতন মালদা থানায় অভিযোগ জানিয়েছি , আশা করি সুবিচার পাবো । স্বামীর দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি করেন তিনি। Input-Sebak DebSarma