টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের বয়স বছর পঁচিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। লোকাল ট্রেনে এত টাকা নিয়ে কার কাছ থেকে কোথায় যাচ্ছিল ওই যুবক সে বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে জিআরপি। ধৃত যুবকের তল্লাশি চালানোর সময় ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশ আধিকারিকদের। ব্যাগে থরে থরে সাজানো টাকা।
advertisement
আরও পড়ুন: জঙ্গলমহলের মানুষের প্রাণ এখন শম্ভু ও মীনাক্ষীর হাতে! ভরসা দুই কুনকি হাতি! জানুন
তবে গ্রেফতার করা হলেও, সেই সময় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ফলে টাকার পরিমাণ সঠিকভাবে গোনা সম্ভব হয়নি বলেই জানা যায়। এদিন মেশিন নিয়ে এসে সেই বিপুল টাকা গোনা হবে ব্যাংকের আধিকারিকদের উপস্থিতিতে। তারপরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কত টাকা রয়েছে ওই ব্যাগে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই টাকা নৈহাটিতে একজনকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল অভিষেক। কে তিনি, কেন এই বিপুল অর্থ লেনদেন? নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় কৌতুহল দানা বেঁধেছে।
রুদ্র নারায়ন রায়