Midnapore News: জঙ্গলমহলের মানুষের প্রাণ এখন শম্ভু ও মীনাক্ষীর হাতে! ভরসা দুই কুনকি হাতি! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: দলমার দাঁতালদের জন্য জীবন ত্রাস হয়ে গিয়েছে ঝাড়গ্রাম-সহ জঙ্গল মহলের মানুষের। অবশেষে জলদাপাড়া থেকে এল দুই কুনকি হাতি! কী ভাবে এরা রক্ষা করবে মানুষকে? জানুন
#ঝাড়গ্রাম : দলমার দামালদের মোকাবিলাতে এবার জঙ্গল মহলের ঝাড়গ্রাম জুলজিকেল জু পার্কে আনা হলো শম্ভু ও মীনাক্ষীকে। দলমার দাঁতালদের মোকাবিলা করতে এবার নতুন রণকৌশল বন দফতরের। জালদাপাড়া জাতীয় উদ্দ্যান থেকে ঝাড়গ্রামে আনা হল বন দফতরের বিশ্বস্ত ও দক্ষ দুই কুনকি হাতি শম্ভু ও মীনাক্ষিকে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ যে ভাবে দলমার দাঁতাল হাতির পাল তাণ্ডব চালাছে, তাতে অতিষ্ট হয়ে উঠেছে জঙ্গলমহলের মানুষ। তাই সেই সমস্ত দলমার হাতির পালকে বাগে আনতে কুনকি হাতি নিয়ে এসে নতুন রনকৌশল নিচ্ছে বন দফতর।
২০১৬ সালের পর থেকে জঙ্গল মহলে জঙ্গলের পরিবেশ অনুকুল হয়েছে, পাশাপাশি দলমার জঙ্গলে হাতিদের থাকার অনুকূল পরিবেশ না হওয়ার কারনে হাতির দল সারা বছর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় রয়ে যাচ্ছে। বন দফতরের লোক সংখ্যা কম থাকার কারণে বাগে আনা সম্ভব হয়ে উঠছিল না দলমার দাঁতাল হাতির দলকে। যার ফলে প্রতি নিয়ত মানুষের প্রাণনাশের সংখ্যা বেড়ে চলেছিল।
advertisement
advertisement
সারা বছর হাতির দল থাকার কারণে বন দফতরের পক্ষেও নজরদারি করতে বা ড্রাইভ করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হত। তাই বনদফতরের পর্যবেক্ষণে উঠে আসে কুনকি হাতি দিয়ে সহজেই হাতির দল গুলিকে ঝাড়খন্ডে ফেরানো যাবে। তাই এই নতুন রণকৌশল বন দফতরের। এলাকার মানুষকে স্বস্তি দিতে মুশকিল আসান হিসাবে মীনাক্ষী ও শম্ভুই এখন ভরসা। দুটি লরিতে চেপে দুই মাহুত ও পাতাওয়ালাদের নিয়ে জলদাপাড়া থেকে ৩ দিনের সফর শেষ করে ঝাড়গ্রামে পৌঁছালো শম্ভু ও মীনাক্ষী।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
October 12, 2022 8:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: জঙ্গলমহলের মানুষের প্রাণ এখন শম্ভু ও মীনাক্ষীর হাতে! ভরসা দুই কুনকি হাতি! জানুন