উত্তর ২৪ পরগনার কচুয়া মোড় সংলগ্ন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে ৩২০০ বর্গফুট জায়গা জুড়ে নার্সিং কলেজের নতুন বিল্ডিং। ইতিমধ্যেই কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গিয়েছে চারতলা ওই বিল্ডিং এর। মনে করা হচ্ছে ২০২৪ এর নতুন শিক্ষাবর্ষে পঠন-পাঠন শুরু করা হতে পারে এই মেল নার্সিং কলেজে। এর আগে, ২০১৪ সালে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নার্সিং ট্রেনিং স্কুলের উদ্বোধন হয়। তখন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশো ছেলে এই নার্সিং স্কুলে পড়াশোনা করছেন।
advertisement
আরও পড়ুন: অফিসেই আটকে ছিলেন ব্যক্তি! কেউ জানতই না! এক দিন পর ঘটল ভয়াবহ ঘটনা!
আরও পড়ুন: চোখে কালো কাপড় বেঁধে নানা স্টাইলে চুল কেটে দিচ্ছেন ব্যক্তি! হু-হু করে ভাইরাল! দেখুন
প্রসঙ্গত, এন্টার্নস এক্সাম দিয়ে এখানে গ্রাজুয়েশনের জন্য ছেলেরা নার্সিং এ ভর্তি হতে পারবে। যে সুবিধা আগে পশ্চিমবঙ্গে ছিল না। ফলে নার্সিং ট্রেনিং এর ক্ষেত্রে ছাত্ররা উচ্চশিক্ষা লাভ করবে। এই নতুন বিল্ডিং এ থাকবে অত্যাধুনিক মানের ল্যাব সহ ক্লাসরুম ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা তুলে ধরার প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রদের। থাকবে ফান্ডামেন্টাল ল্যাব, পেড্রিয়াটিক ল্যাব, কম্পিউটার ল্যাব, কমিউনিটি ল্যাব সহ আরও অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও এই নবনির্মিত ভবনে হোস্টেলের ছাত্রদের থাকারও বন্দোবস্ত করা চিন্তাভাবনা করা হয়েছে বলে জানান নার্সিং স্কুলের প্রিন্সিপাল। রাজ্যের বেশ কিছু সরকারি হাসপাতালে মহিলা নার্সদের পাশাপাশি বর্তমানে কাজ করছেন পুরুষ নার্সরা। উচ্চশিক্ষার সুযোগ পেলে আরও ছাত্র এই পেশায় আসতে আগ্রহী হবেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
Rudra Narayan Roy